বাংলাহান্ট ডেস্কঃ করোনার (COVID-19) জেরে রাজ্য (West bengal)কেন্দ্রের দ্বন্দের মধ্যেই সরব হলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। রাজনীতির আগুন ছাই চাপা পরে গেলেও, তা ধীরে ধীরে এখন বেরিয়ে পড়ছে। কখনও রাজ্যের বিরুদ্ধে করোনা টেস্ট সঠিক পদ্ধতিতে না হওয়ার অভিযোগ উঠছে, তো আবার কখনও কেন্দ্রের টিমকে রাজ্যে পর্যবেক্ষণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠছে। এবার এই নিয়ে সরব হলেন বিরোধীদল তথা বিষ্ণুপুররে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এবং এর পাশাপাশি দিলেন হুশিয়ারও। এমনকি রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে দালাল বলেও অভিযোগ করতে ছাড়েননি তিনি। সৌমিত্র খাঁ বলেছেন, ‘ফ্রেঞ্চকাট দাড়ি বানিয়ে নীল-সাদা বাড়িতে বসে দালালি করলে চলবে না। আর মাত্র ৬ মাস, তারপর সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রেশনের চাল, গম চুরি করবে, আবার নিজেদের প্রচার করবে’।
মুখ্যসচিবের পর মুখ্যমন্ত্রীকেও ছারেন না তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলার জন্য কেন্দ্রের থেকে ২৫ কোটি টাকা চেয়েছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ত্রাণের টাকা নিয়ে মালেয়শিয়া বা সিঙ্গাপুর যাবেন কি ওনারা? একটা কথা মনে রাখেবন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না’। এখানেই তিনি থামেনি। মুখ্যমন্ত্রী লকডাউন বিধি না মেনে তাঁর মধ্যেই রাস্তায় বেরিয়ে নাগরিকদের অবস্থার দেখা ভাল করছেন। সেই বিষয়ে তিনি বলেন, ‘মমতা ব্যানার্জি রাস্তায় নেমে করোনা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে রাজ্যবাসির মধ্যে। তাই তাঁর নামে FIR করা উচতি’।
এছাড়াও বিজেপির এই সাংসদ রাজ্য পুলিশকেও এক হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে সকল পুলিশ কর্তারা জেলে ঢোকানোর ভয় দেখিয়েছেন, তারা সাবধান হয়ে যান। এটা জেনে রাখবেন সরকার পরিবর্তনের ফলে রাজনীতিবিদরা ঠিক তাঁদের জায়গা করে নেবে, তখন সমস্যায় পড়বেন কিন্তু আপনারাই’। বিজেপি সাংসদের এই আচরণে একটা ঝড় ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।