বাংলাহান্ট ডেস্ক: শুক্রবার বিকেলে ওশিওয়াড়া শ্মশানঘাটে সম্পন্ন হল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (siddharth shukla) শেষকৃত্য। তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও শেষকৃত্যে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মী তথা ঘনিষ্ঠ বন্ধুরা। কিন্তু সকলের মাঝে একজনের উপরেই আবদ্ধ ছিল সব ক্যামেরার লেন্স। তিনি শেহনাজ গিল (shehnaz gill)। বিগ বসের ঘর থেকেই সিদ্ধার্থ শেহনাজের বিশেষ সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। শোনা যায়, বিয়ের বন্ধনেও জড়ানোর পরিকল্পনা করেছিলেন দুজনে। কিন্তু সব স্বপ্ন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল।
সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই খোঁজ পড়েছিল শেহনাজের। তাঁর বাবা সন্তোখ সিং সুখ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ভাল নেই মেয়ে। সিদ্ধার্থের মৃত্যুতে ভেঙে পড়েছেন শেহনাজ। বারবার বলছেন, তাঁর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিদ্ধার্থ। অভিনেতাকে নিয়ে পরিবারের সঙ্গে হাসপাতালেও গিয়েছিলেন শেহনাজ।
শেষকৃত্যের সময়ে নিজের ভাই শেহবাজকে নিয়ে শ্মশানে উপস্থিত হন শেহনাজ। তাঁকে দেখে যেন থমকে গিয়েছিল নেটনাগরিকরা। আলুথালু চুল, পোশাক। কান্নার দমকে কেঁপে উঠছে শরীরে। গাড়ি থেকে নেমে ক্যামেরার স্রোতের মাঝে বোনকে ধরে ধরে শেষকৃত্যের স্থানে নিয়ে যান শেহবাজ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সিদ্ধার্থের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স শ্মশানে পৌঁছাতেই সেদিকে ছুটে যান শেহনাজ। কাঁদতে কাঁদতে প্রয়াত অভিনেতার নাম ধরে চিৎকার করে ওঠেন। সিদ্ধার্থের শেষকৃত্যের সময় নিজেকে আর সামলাতে পারেননি শেহনাজ। প্রিয় মানুষটার দেহ চোখের সামনে ছাই হয়ে যেতে দেখে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শেহনাজের অবস্থা দেখে চোখে জল ‘সিডনাজ’ অনুরাগীদের।
https://twitter.com/Zoom_News_India/status/1433708000854753281?s=19
বিগ বসের ঘর থেকেই সিদ্ধার্থ শেহনাজের সম্পর্কে জড়ানোর খবর আসে। কিন্তু তাঁরা কোনোদিনই এ খবরের সত্যতা স্বীকার করেননি। তবে তাঁদের বিগ বসের সহ প্রতিযোগী আবু মালিক দাবি করেন, শেহনাজকে নাকি তাঁকে অনুরোধ করেছিলেন সিদ্ধার্থকে বলতে তাঁকে বিয়ে করার কথা। লকডাউনের ঠিক আগের ঘটনা এটা।
Sidharth Shukla Death: Actor's Last Rites Begin; Inconsolable Shehnaaz Gill Arrives at Crematorium #ShehnaazGill #Shehnaaz #ShehnazGill #SidharthShukla #SiddharthShukla #AsimRiaz #BiggBoss #RestInPeace #RIPSiddharthShukla pic.twitter.com/pb3JXyKLqL
— First India (@thefirstindia) September 3, 2021
গত বছরের মার্চ মাসে নাকি শেহনাজ তাঁকে অনুরোধ করেছিলেন সিদ্ধার্থকে তাঁকে বিয়ে করার কথা বলতে। আবু মালিক জানান, শেহনাজকে খুবই ভালবাসতেন সিদ্ধার্থ। শেহনাজকে বিষন্ন দেখলে তাঁরও মন খারাপ হয়ে যেত। এখন সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজকে শক্ত থাকার বার্তা দিচ্ছেন তাঁর অনুরাগীরা।