ফের রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয়ের মৃত্যু! মস্কোকে বার্তা দিয়ে কড়া অ্যাকশন দিল্লির

বাংলা হান্ট ডেস্ক: দু’বছরেরও বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধ কবে শেষ হবে তা জানা নেই। কিন্তু এবার এই সংঘর্ষে প্রাণ হারালেন এক ভারতের (India) নাগরিক এমনি খবর উঠে এসেছে। ইউক্রেনের সঙ্গে সংঘর্ষে যুক্ত ছিলেন রুশ সেনাবাহিনী এই ভারতীয় নাগরিক। আর যার ফলে প্রাণ হারিয়েছেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়ে নিশ্চয়তা প্রদান করে। আর ভারতীয় নাগরিকের মৃত্যুর পরই নড়েচড়ে বসেছে দিল্লির মহল। কিন্তু প্রশ্ন হচ্ছে, রুশ সেনাবাহিনীতে কি করছিলেন এই ভারতীয় নাগরিক?

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে প্রাণ হারালেন ভারতের (India) নাগরিক:

মঙ্গলবার ভারতের (India) বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতীয় নাগরিকের মৃত্যু নিয়ে নিশ্চিত করা হয়। যিনি মারা গিয়েছেন তাঁর নাম বিনিল। কেরলের বাসিন্দা বিনিল বাবু। ভারতীয় নাগরিকের মৃত্যুর পর রাশিয়ার সরকারকে কড়া বার্তা দিয়েছে দিল্লি। আর সেইসাথে রাশিয়ার সেনাবাহিনীর সাথে যুক্ত কর্মরত ভারতীয় সকল নাগরিকদের শীঘ্রই দেশে পাঠানোর কথা জানানো হয়েছে। রুশ সেনাতে ভারতীয়দের উপস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বিষয়টি মস্কোতে রাশিয়ার প্রশাসনকে জানানো হয়েছে। শুধু তাই নয়, নয়াদিল্লিতে রাশিয়ার দূতাবাসের সঙ্গেও আলোচনা চলছে। রুশ বাহিনীতে কর্মরত ভারতীয়দের দ্রুত মুক্তির ব্যাপারেও দাবি জানিয়েছি।”

An India citizen lost his life in the Russia-Ukraine war

 

প্রশ্ন হচ্ছে বিনিলবাবু ঠিক কিভাবে রুশ সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে পড়লেন: কেরলের ত্রিশূরের বাসিন্দা বিনিল বাবু ছিলেন বিদ্যুৎ মিস্ত্রি। মোটা বেতনের চাকরির লোভে তিনি এবং তাঁর বন্ধু মিলে গতবছর এপ্রিল মাসে ভারত (India) থেকে পাড়ি দেন সুদূর রাশিয়ায়। আর সেখানে গিয়েই জানতে পারেন তাঁদের এখানে রুশ সেনা হিসেবে কাজ করানো হবে। অর্থাৎ তাঁদের টাকার টোপ দিয়ে যে ঠকানো হয়েছে সে কথা বুঝতে পারেন। কারণ তাঁদের বলা হয়েছিল কলের মিস্ত্রির কাজ দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে তা বদলে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীর সাথে কাজ করার নিদান আসে।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে টাকা ঢুকলেও শান্তি নেই! রাজ্য সরকারের এই প্রকল্পে বড় কেলেঙ্কারি! মাথায় হাত গ্রাহকদের

বিনিলের পরিবার জানান, তাঁদের ছেলে বিনিল এবং তাঁর বন্ধু জৈন ড্রোন হামলায় আহত হন। পরবর্তীতে বিনিলের মৃত্যু হয়। পাশাপাশি তাঁরা আরও দাবি করেন, বিনিলের কাছে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল। যার ফলে, একাজের কথা জানতে পেরেও দুজনে ভারতে ফিরতে পারেনি। ভারতের (India) বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বিনিলের দেহ দ্রুত দেশে ফেরাতে মস্কোর সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি।

আরও পড়ুনঃ রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক! জেলমুক্তি কবে?

প্রসঙ্গত, রাশিয়ায় ভারতীয়দের সেনাবাহিনীতে যুক্ত হওয়ার বিষয়টি সামনে আসে ২০২৪ সালে। জানা যায় রুশ সেনা সহযোগী হিসেবে প্রায় শতাধিক ভারতীয়কে নিযুক্ত করা হয়। আর গোটা বিষয়টি ঘটানো হয়েছে ভারতীয়দের মিথ্যে চাকরির টোপ দিয়ে এমনটাই অভিযোগ। এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মোকাবিলায় তাদেরকে ব্যবহার করা হয় বলে জানা যায়। এরপরই গত বছর নরেন্দ্র মোদি রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। রুশ সেনার সহযোগী হিসেবে যুক্ত সকল ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার ব্যাপারে অনুরোধ করেন। আর তারপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে একে ভারতীয় নাগরিকদের ভারতে (India) পাঠানোর কাজ শুরু করেন। কিন্তু তারই মাঝে ঘটে গেল এমন অঘটন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর