১২ জুলাই, ২০২৪-এ বিয়ে করেছেন অনন্ত ও রাধিকা (Anant Radhika)। তাঁদের বিয়ের অনুষ্ঠানগুলি চলেছিল বেশ কয়েকমাস ধরে। জামনগর এবং ইতালিতে দুটি বিলাসবহুল প্রি-ওয়েডিং করতে দেখা গিয়েছিল তাঁদের। তারপরে মুম্বাইতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে হয়েছিল তাঁদের (Anant Radhika)। সঙ্গীত, হলদি, গরবা রাত এবং অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চার দিন ধরে বিয়ে চলেছিল। বিবাহের পরে, দম্পতি প্যারিস অলিম্পিক ২০৩৪-এ কয়েকটি ম্যাচের সাক্ষী হতে ফ্রান্সে উড়ে গিয়েছিলেন৷ তবে এখন তাঁরা রয়েছেন পানামায়৷
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট তাঁদের হানিমুনে পানামা রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা যেখানেই যান, পাপারাৎজিরা তাঁদের অনুসরণ করেন। সম্প্রতি, দুজনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনন্ত এবং রাধিকা পানামার আশীর্বাদ পেতে একটি মন্দিরে গিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। অনন্তকে দেখা গিয়েছিল শার্ট এবং প্যান্টে। কো-অর্ডার সেটে দেখা গিয়েছিল রাধিকাকে। তাঁরা হাত জোড় করে মন্দিরে উপস্থিত লোকদের অভ্যর্থনা জানায়।
১২ জুলাই, ২০২৪-এ বিয়ে করেছেন অনন্ত ও রাধিকা (Anant Radhika)
অনন্ত আম্বানি বিলিয়নিয়ার মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে। রাধিকা বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে। অনন্ত এবং রাধিকা একই স্কুলে পড়ার সময় প্রেমে পড়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন বিশ্বের কিছু বড় ও খ্যাতিশীল ব্যক্তিরা। রজনীকান্ত , অমিতাভ বচ্চন , শাহরুখ খান , আলিয়া ভাট , রণবীর কাপুর , রণবীর সিং, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, খলো কার্দাশিয়ান এবং জন সিনা অনেকেই ইভেন্টের গ্ল্যামে যোগ দিয়েছিলেন।
সঙ্গীত এবং আরও অনেক কিছুর জন্য, জাস্টিন বিবার, রিহানা, একন এবং আরও অনেক শিল্পীকে ডাকা হয়েছিল। বারাতে রেমা, লুই ফনসি এবং আরও অনেকে তাঁদের জনপ্রিয় গান পরিবেশন করেছিলেন। বিয়ের ছবি এবং ভিডিওগুলি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার নিয়ম। সম্প্রতি আম্বানি পরিবার প্যারিস অলিম্পিক ২০২৪-এ ইন্ডিয়া হাউস চালু করার জন্য প্যারিসে গিয়েছিল বলে জানা গিয়েছে।