স্ত্রীর সঙ্গে থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছেন, বিয়ের পর প্রথম বারের জন‍্য মুখ খুললেন অনির্বাণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের নভেম্বরেই হাজারো মহিলা ভক্তদের কাঁদিয়ে বিয়ে পিঁড়িতে বসেছিলেন ‘বং ক্রাশ’ অনির্বাণ ভট্টাচার্য্য (anirban bhattacharya)। নাট‍্যকর্মী মধুরিমা গোস্বামীর (madhurima goswami) সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরেও অভিনেতার প্রেমজীবন ঘুণাক্ষরেও টের পাননি সোশ‍্যাল মিডিয়ার ভক্তরা, ব‍্যক্তিগত জীবন নিয়ে এতটাই অনাড়ম্বর অনির্বাণ মধুরিমা। এহেন দম্পতির বিয়ের পরবর্তী জীবনও যে অনুরাগীদের ধরছোঁয়ার বাইরেই থাকবে তা বলা বাহুল‍্য।

অতি সম্প্রতি এক ইংরেজি সংবাদ মাধ‍্যমের কাছে নতুন দাম্পত‍্য জীবন নিয়ে মুখ খুলেছেন অনির্বাণ। আর অনির্বাণ-সুলভ চাঁচাছোলা ভাষাতেই জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে একই ছাদের তলায় থেকে থেকে এবার একঘেয়ে লাগছে তাঁর। এটা কেমন হল? দীর্ঘদিনের প্রেমের পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন অনির্বাণ মধুরিমা। দু পক্ষের সম্মতিতেই ঘরোয়া, সাধারন ভাবে হয় অনুষ্ঠান। এখন অভিনেতার গলায় বেসুর শুনে চমকে উঠতেই পারেন অনুরাগীরা।


অনির্বাণ জানান, তিনি সুখেই আছেন। বিয়ের পর আর পাঁচটা বাঙালি পুরুষের মতোই পরিবর্তন এসেছে তাঁর জীবনে। তবে সে পরিবর্তন নেহাত মন্দ লাইছে না তাঁর। কিন্তু সমস‍্যাটা বাঁধিয়েছে এই করোনা। অভিনেতা জানান তিনি ও মধুরিমা দুজনেই কাজ পাগল মানুষ। তাই বাড়ির চার দেওয়ালের মধ‍্যে বন্দি থেকে থেকে হাঁপিয়ে উঠেছেন দুজনেই। দ্রুত কাজে ফিরতে চান তাঁরা।

বেশ কিছু দিন আগে উত্তরবঙ্গে শুটিংয়ের পর মধুরিমাকে নিয়ে গিয়েছিলেন কালিম্পংয়ে। সেটাকেই আপাতত হানিমুনের তকমা দিয়েছেন অভিনেতা। এছাড়া দুজনেরই জন্মস্থান মেদিনীপুর ছাড়া আর কোথাওই যাওয়া হয়নি অনির্বাণ মধুরিমার। অভিনেতার স্বীকারোক্তি, বাড়িতে বসে বসে আলসেমির শিকার হয়েছেন তিনি। অনেকদিন পর বন্ধুদের পরামর্শে দাড়িটা ফ্রেঞ্চকাট করেছেন শুধু।

সম্পর্কিত খবর

X