‘অভব্য আচরণ করব না…’, ডিভোর্স প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন অনির্বাণ

বাংলা হান্ট ডেস্ক : স্মোকি হট বলতে যা বোঝায়, তিনি তাই। আপাতত গোটা সোশ্যাল মিডিয়া ছেয়ে রয়েছেন ‘এসিপি বিজয় পোদ্দার’ অনির্বাণ (Anirban Bhattacharya)। ইতিমধ্যে ওটিটিতেও মুক্তি পেয়েছে তারকার নতুন ছবি ‘দুর্গ রহস্য’ (Durga Rohosyo)। কিছুদিন আগেই তিনি জানিয়েছেন, এটাই তার শেষ ব্যোমকেশ (Byomkesh)। এরপর থেকে সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করা থেকে বিরত থাকবেন তিনি। এটা নিয়ে ভক্তদের মনে দুঃখ তো ছিলই তবে এবার সেটাকেও ছাপিয়ে গেছে অনির্বাণের ব্যক্তিগত জীবনের গুঞ্জন।

পুজোর আগেই খবর মিলেছিল, এবার নাকি ফাটল ধরেছে অনির্বাণের সংসারে। শীঘ্রই নাকি ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন মধুরিমা এবং অনির্বাণ। লম্বা প্রেমপর্বের পর বছর তিনেক আগে আইনি বিয়ে সেরেছিলেন তারা। সেই সময় বিয়ে নিয়েও শুনেছিলেন নানান কটাক্ষ। নেটিজনদের একাংশের দাবি ছিল, মধুরিমাকে নাকি অনির্বাণের পাশে একেবারেই মানায়না।

   

এমনিতেও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকতে মোটেও পছন্দ করেননা অনির্বাণ ভট্টাচার্য। বিয়ের পরেও চলা গসিপ নিয়ে মুখ খোলেননি অনির্বাণ, এবারও একটা লম্বা সময় পর্যন্ত মুখ বন্ধই রেখেছিলেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনির্বাণ বলেছেন, ‘সেপারেশন নিয়ে একেবারেই কিছু বলতে চাই না। এটা আমার সঙ্গে জুড়ে থাকা এক ব্যক্তি এবং তার সঙ্গে জুড়ে থাকা কিছু ব্যক্তির বিষয়। অন্তর থেকে চাইব, এটা হোক না হোক, বা যাই হোক সেটা যেন আমি আমার মধ্যে সমাধান করতে পারি।’

আরও পড়ুন : ‘পুজো টুজো করেনা…’, জ্যোতিপ্রিয় গ্রেফতারির আগেই এ কী বললেন চিরঞ্জিত?

অভিনেতা অনির্বাণের সংযোজন, ‘হয়তো কোনওরকম অভব্য আচরণ করব না কারুর সঙ্গে। শালীনতা বজায় রাখা দায়িত্ব। কিন্তু যাদের নাম জড়িয়ে গিয়েছে, তাদের কষ্ট,অসুবিধা, অস্বস্তি- যতটা কম করা যায় সেই চেষ্টা করব’। উল্লেখ্য, অনির্বাণ ঘরণী মূলত মূকাভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। বিয়ে, প্রেম সব মিলিয়ে প্রায় এক দশকের পুরনো তাদের সম্পর্ক। ইতিমধ্যেই একসাথে বেশকিছু প্রোজেক্টে কাজ করেছেন অনির্বাণ-মধুরিমা।

আরও পড়ুন : মলদ্বার থেকে বেরোলো আস্ত একটা শসা! ‘অনেক শসা খেতাম তাই…’, সাফাই শুনে তাজ্জব ডাক্তার

178675

প্রসঙ্গত উল্লেখ্য, অনির্বাণ-মধুরিমা দুজনেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। অনির্বাণ ঘরণীর বাবাও একজন প্রসিদ্ধ শিল্পী। পদ্মশ্রীর মত সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। অনির্বাণ এবং মধুরিমার ব্যক্তিগত জীবনের কথা বললে, এইসব নিয়ে দুজনের কেউই পাবলিকলি মুখ খুলতে চাননা। তবে অবাক করা বিষয় হল এই যে, ইনস্টাগ্রামে মধুরিমা অনির্বাণকে ফলো করলেও অভিনেতা কিন্তু স্ত্রীকে ফলো করেননা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর