এই প্রথম গরু পাচার মামলায় ‘বড়’ জামিন দিল দিল্লি হাই কোর্ট, তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গত বছর অগাস্ট মাসে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তারপর থেকে পেরিয়ে গেছে গোটা একটা বছর। বাংলা ছাড়িয়ে বর্তমানে ‘বীরভূমের বাঘ’ এর ঠিকানা হয়েছে দিল্লির তিহাড়। চলতি বছরেই ইডির হাতে গ্রেফতার হয়েছে কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলও। সেও রয়েছে তিহাড়েই।

তবে এই দুজনাই নয়! গত বছর থেকে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন আরও অনেকে। কেষ্টর গ্রেফতারির পর থেকেই ইডির (Enforcement Directorates) নজরে ছিল তার হিসাবরক্ষক মণীশ কোঠারি (CA Manish Kothari)।

চলতি বছরের শুরুতে তাকে দিল্লিতে ইডি-র সদর দফতরে ডেকে দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার দিল্লি হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারি।

আরও পড়ুন: ‘এক ভাইপো আছে, তার কোটি টাকার ৪ তলা বাড়ি..’, ভরা এজলাসে যা বললেন জাস্টিস গাঙ্গুলি

মার্চ মাসে ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই কাঁদো কাঁদো গলায় মনীশ বলেছিলেন, ‘‘আমি কিচ্ছু করিনি। কোনও ভুল করিনি। আমার একমাত্র ভুল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হওয়া।’’ যদিও তার বিরুদ্ধে ইডির হাতে বেশ কিছু তথ্য উঠে আসে।

manish kothari, anubrata mondal,

আরও পড়ুন: ‘ওনার কাজের প্রশংসা না করে থাকা যায় না’, কৌস্তভের মুখে শুভেন্দু স্তুতি, এবার তবে দলবদল?

ইডির দাবি ছিল, পাচারের কালো টাকা সাদা করার পিছনে মণীশের সক্রিয় ভূমিকায় ছিলেন অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারি। যদিও এদিন দিল্লি হাইকোর্টের নির্দেশে জামিন পেয়ে গেলেন তিনি। ওদিকে মনীশ জামিন পেলেও ফের একবার জামিনের আবেদন খারিজ হয়ে গেল কেষ্ট কন্যা সুকন্যার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর