ভিখারিণীর মুখে ঝরঝরে ইংরেজি! আরতির পড়াশোনার দায়িত্ব নিলেন অনুপম খের

বাংলাহান্ট ডেস্ক: পথের ভিখারিণীও ঝরঝর করে ইংরেজি বলছে, অভাবনীয় দৃশ‍্য দেখে হতবাক অভিনেতা অনুপম খের (anupam kher)। এমন প্রতিভা অর্থের অভাবে নষ্ট হয়ে যাক তা চাননি তিনি। ভিখারিণীর পড়াশোনার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুপমের এই কাজে প্রশংসার ঢেউ নেটদুনিয়ায়।

সম্প্রতি নেপালে বেড়াতে গিয়েছিলেন অনুপম। সেখানেই তাঁর দেখা এক ভিখারিণীর সঙ্গে। অভিনেতাকে দেখেই চিনতে পারে সে। এগিয়ে যায় কথা বলতে, ছবি তুলতে আর কিছু অর্থ সাহায‍্য চাইতে। সেই কথোপকথনের একটি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুপম।

navbharat times 1
সম্পূর্ণ কথোপকথনটাই হয়েছে ইংরেজিতে। অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে ইংরেজিতে কথা বলেছে মেয়েটি। ভাষা তার ঝরঝরে, জড়তা হীন। জানা গিয়েছে, মেয়েটির নাম আরতি। আসলে সে ভারতের। রাজস্থানে বাড়ি তার। কিন্তু নেপালের রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তিই এখন তার পেশা হয়ে দাঁড়িয়েছে।

আরতির মুখে স্পষ্ট ইংরেজি শুনে অনুপম অবাক। তিনি প্রশ্ন করেন, এত ভাল ইংরেজি বলে সে কিন্তু কাজ না করে ভিক্ষা করছে কেন? আরতির উত্তর, কেউ তাকে কাজ দেয় না। কারণ সে গরীব পরিবারের মেয়ে। অনুপম তাকে জিজ্ঞাসা করেন ভারত থেকে কেন চলে এল আরতি? মেয়েটি জানায়, ভারতেও কোনো কাজ পায়নি সে। তবে আরতি পড়াশোনা করতে চায়। ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করেছে সে।

https://www.instagram.com/tv/CVvSj40lOvp/?utm_medium=copy_link

অনুপম নিজেই আরতির পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কাঠমাণ্ডুতে এক মন্দিরের বাইরে আরতিকে আমি দেখি। ও আসলে রাজস্থানের। ও আমার সঙ্গে ছবি তুলতে চাই আর কিছু টাকা চায়। আর তারপর ও আমার সঙ্গে ঝরঝরে ইংরেজিতে কথা বলতে শুরু করে। পড়াশোনার প্রতি ওর আগ্রহ দেখে আমি অবাক। অনুপম খের ফাউন্ডেশন ওর পড়াশোনার দায়িত্ব নেবে। জয় হো!’ নেটিজেনরা প্রশংসা করেছেন অভিনেতার এই উদ‍্যোগের।

Niranjana Nag

সম্পর্কিত খবর