নতুন বছরেই আসছে প্রথম সন্তান, প্রেগনেন্সির শেষ পর্যায়ে বেবি বাম্প নিয়ে প্রকাশ‍্যে অনুষ্কা, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: আগামী বছরের শুরুতেই নতুন সদস‍্য আসতে চলেছে বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মার (anushka sharma) পরিবারে। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা। চলছে প্রেগনেন্সির শেষ পর্যায়। ফের একবার বেবি বাম্প নিয়ে জনসমক্ষে এলেন অভিনেত্রী। বাবার সঙ্গে এদিন মুম্বইয়ের রাস্তায় পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন অনুষ্কা।

এদিন একটি সাদা গাউন ও ডেনিম জ‍্যাকেট পরে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। মুখ ঢাকা ছিল মাস্কে। গাড়ি থেকে নামার সময় পাপারাৎজির ক‍্যামেরার দিকেও তাকান অনুষ্কা। বিরাট ঘরনীর বেবি বাম্পের ছবিগুলি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে।

32801410 1c99 11ea bef7 473b6fb03e0b

কিছুদিন আগেই আরব আমিরশাহী থেকে মুম্বই ফিরেছেন অনুষ্কা। সেখানে আইপিএল চলাকালীন স্বামী বিরাটের সঙ্গেই ছিলেন তিনি। মাঠে হাজির হয়ে বিরাটের টিমকে উৎসাহ দিতেও দেখা গিয়েছিল তাঁকে। দুবাই থেকে প্রায়ই সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে থাকেন অনুষ্কা।

https://www.instagram.com/p/CI5ywBXLVEg/?igshid=su1iz6usf06c

ডেলিভারির চার মাস পরেই ফের শুটিং সেটে ফিরবেন বলে জানিয়েছেন অনুষ্কা। সন্তান জন্মের পর যাতে তিনি শুটিং চালিয়ে যেতে পারেন সেভাবেই সব দিক সামলাবেন বলেও জানান তিনি। তবে অভিনয় ছাড়ার ইচ্ছা একেবারেই নেই অনুষ্কার, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাজ তিনি চালিয়ে যেতে চান বলেই জানান বব টু বি।

https://www.instagram.com/p/CI5zB5-nq2A/?igshid=1047ofbkrhke1

গর্ভাবস্থায়ও এই করোনা পরিস্থিতিতে শুটিং করেছেন অনুষ্কা। এই বিষয়ে তাঁর বক্তব‍্য, শুটিংয়ের সময় সকলে সঠিক নিয়ম মানছেন কিনা তা নজর রাখতেন তিনি। তাঁর কথা চিন্তা করে সেটের সকলে যে তাঁকে অত‍্যন্ত যত্ন ও নিরাপত্তা দিয়েছে তাতে তিনি খুবই খুশি। অনুষ্কার কথায়, এই ‘নিউ নর্মাল’ জীবনেই সবাইকে মানিয়ে নিতে হবে। কড়া নিরাপত্তা নিয়েই করোনার সঙ্গে যুদ্ধ করতে হবে সকলকে।

প্রসঙ্গত, সম্প্রতি যোগা করার একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অনুষ্কা। গর্ভাবস্থাতেই শরীরচর্চায় মন দিয়েছেন বিরাট পত্নি। ছবিতে দেখা যায় বেবি বাম্প নিয়েই শীর্ষাসন করছেন অনুষ্কা। আর স্ত্রীর পা ধরে রেখে তাঁকে সাহায‍্য করছেন বিরাট।

তবে এই ছবিটি একটু পুরনো। না দেখা ছবিটিই ফের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অনুষ্কা। সঙ্গে তিনি এও জানিয়ে দেন, তাঁর চিকিৎসকই তাঁকে গর্ভাবস্থাকালীন সময়ে যোগা করার অনুমতি দিয়েছেন। শুধু একজন সাহায‍্যকারীকে দরকার হয় তাঁর। তাও বিশেষ সুরক্ষার জন‍্য নিজের যোগা শিক্ষকের সামনেই শীর্ষাসন তিনি করেছেন বলে জানান অনুষ্কা।

Niranjana Nag

সম্পর্কিত খবর