ধর্ষক তৈরি হওয়ার পেছনে দায় পুরুষতান্ত্রিক সমাজের, বিষ্ফোরক অপর্ণা সেন

বাংলাহান্ট ডেস্ক: মায়ের পরিচালনায় আবারো অভিনয় করলেন মেয়ে। অপর্ণা সেনের (Aparna Sen) পরিচালিত ছবি ‘দ‍্য রেপিস্ট’ (The Rapist)। অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা (Konkona Sen Sharma), অর্জুন রামপাল এবং তন্ময় ধনানিয়া। ধর্ষক ও ধর্ষণের গল্প নিয়ে তৈরি সমসাময়িক কালের উপযুক্ত এই ছবি। সম্প্রতি ২৬ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ছবিটি। প্রদর্শিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।

খবরের শিরোনামে এখন রোজই কোনো না জায়গায় ধর্ষণের ঘটনা। নয় এ রাজ‍্যে নয়তো অন‍্য রাজ‍্যে। এমন একটি সময়ে সময়ে অপর্ণা সেন খুঁজেছেন সমাজে ধর্ষক কীভাবে তৈরি হয়। গত বছর এক সাক্ষাৎকারে পরিচালক অভিনেত্রী বলেছিলেন, “একের পর এক স্তর পেরিয়ে আসল মানুষটাকে খুঁজে নেওয়া সত‍্যিই বেশ আকর্ষক। আরো আকর্ষক হল একটা দেশের মধ‍্যেই দুটো জগতকে মেলানো। একটা জগত বস্তির মধ‍্যে তার পুরনো ধ‍্যান ধারনা নিয়ে আর অন‍্যটা উন্নত ভারত তার ‘প্রগতিশীল’ চিন্তা নিয়ে।”

jpg 6 8
সম্প্রতি জি ২৪ ঘন্টার সঙ্গে সাক্ষাৎকারে অপর্ণা বলেন, ধর্ষক তখনি তৈরি হয় যখন সমাজে পুরুষতান্ত্রিক মূল‍্যবোধটা খুব বেশি থাকে। তাই প্রতিটি ধর্ষণের পেছনে সমাজ নিজের দায় এড়াতে পারে না। অপর্ণার মতে, সবসময় যে বস্তিতে থাকা একটি ছেলেই ধর্ষক হয় এমনটা নয়। অধিকাংশ ধর্ষণের ঘটনা ঘটে পরিচিত গণ্ডির মধ‍্যে, পরিবারের মধ‍্যে। সেই অপরাধ গুলো বেশিরভাগ সময়েই অনুচ্চারিত থেকে যায়।

অপর্ণা নিজেই লিখেছেন ছবির চিত্রনাট‍্য। তার আগে নিজের দুজন নারীবাদী বান্ধবীদের সঙ্গে কথা বলেছেন তিনি। শুনেছেন একজন ধর্ষকের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা। ছবির বিষয়বস্তুই যেহেতু সরাসরি মনে আঘাত হানে, তাই তার সঙ্গে মানানসই ‘দ‍্য রেপিস্ট’ নামটি রেখেছেন অপর্ণা, যা একই রকম অভিঘাতপূর্ণ।

বাস্তব চিত্রটা তুলে ধরেছে অপর্ণা সেনের ‘দ‍্য রেপিস্ট’। প্রতিনিয়ত এত ধর্ষণের ঘটনা ঘটে চলেছে চারিদিকে। বাংলার বুকেই পরপর নির্মম ধর্ষণের ঘটনার হদিশ মিলল। কিছু মানুষ প্রতিবাদে সোচ্চার হলেন। অধিকাংশ ‘বুদ্ধিজীবী’ই নীরব রইলেন। অপর্ণা কী বলবেন? পরিচালকের উত্তর, একজন স্বাভাবিক মানুষ যে মানবিক মূল‍্যবোধে বিশ্বাসী, তাঁর ধিক্কার দেওয়া ছাড়া আর কীই বা প্রতিক্রিয়া থাকতে পারে?

Niranjana Nag

সম্পর্কিত খবর