চিনের অর্থনীতিতে বড় ঝটকা! iPhone নিয়ে বড় সিদ্ধান্ত নিল Apple, লটারি লাগল ভারতের

বাংলা হান্ট ডেস্ক : চিনের (China) নিম্নগামী অর্থনৈতিক অবস্থার কথা কারোরই অজানা নয়। রিয়েল এস্টেট সেক্টর থেকে শুরু করে আইটি সেক্টর__প্রায় সবকিছুতেই এখন নেমেছে ধ্বস। ইতিমধ্যেই একাধিক কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এবং একাধিক কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে। আর এই আবহে আরও বড় ঝটকা দিল বিশ্বের স্বনামধন্য কোম্পানি Apple।

জানলে অবাক হবেন যে, চিনকে (China) টেক্কা দিয়ে ভারতকে (India ) অগ্রাধিকার দিয়েছে Apple। অনেকেই হয়ত জানেন যে, অ্যাপল চিনের বদলে ভারতে বেশি ইনভেস্ট করতে চাইছে। চিনের মাটিতে উৎপাদনও কমিয়ে দিয়েছে সংস্থাটি। সংস্থার দাবি, আগামী দিনে iPhone 17 ও ভারতেই তৈরি করা হবে। খুব সম্ভবত আগামী ২০২৫ সালেই লঞ্চ হবে এই নয়া মডেল।

উল্লেখ্য, এর আগে পর্যন্ত iPhone উৎপাদনকারী দেশ হিসেবে চিনের নাম ছিল সবার উপরে। এই প্রথমবার চিনের বাইরে কোনো দেশে নতুন iPhone তৈরি করবে Apple। সংস্থার এই সিদ্ধান্ত যে, চিনের অর্থনীতিকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে তাতে কোনও সন্দেহ নেই। অন্যদিকে বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্বও বাড়বে সমানতালে।

আরও পড়ুন : এক জেলাতেই বাতিল ৮ লক্ষ রেশন কার্ড! জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই উঠে এল বিরাট তথ্য

china politics

চিনের সাথে আমেরিকায় দ্বন্দের কথা কারোরই অজানা নয়। এখনও গোটা বিশ্বজুড়ে আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে অস্বীকার করার ক্ষমতা কারোরই নেই। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা অস্থিরতার কারণে বারংবার চিনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকান কোম্পানিগুলি। এসবের মধ্যেই, চিন তার দেশের সরকারি আধিকারিকদের iPhone ব্যবহার নিষিদ্ধ করে। তারপরেই Apple চিন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : OYO বুক করে মস্তি করার দিন শেষ! কাপলদের রাতের ঘুম উড়িয়ে দিয়ে নয়া নিয়ম আনল সংস্থা

708148 modinarendra 072318

আর চিনের এই অস্থির অবস্থার ভরপুর সুযোগ নিচ্ছে ভারতও। ইতিমধ্যেই চলতি বছরে Apple ভারতে তার দু’টি স্টোর খুলেছে। সাড়াও এসেছে দূর্দান্ত। সূত্র বলছে চলতি বছর থেকেই ভারত থেকে iPhone শিপমেন্ট প্রায় ১২ থেকে ১৪ শতাংশ হবে। আগামী বছর সেই উৎপাদন বেড়ে হবে ২০ থেকে ২৫ শতাংশ। অর্থাৎ এবার থেকে বাজারে আসবে মেড ইন ইন্ডিয়া iPhone। অন্যদিকে অ্যাপল সম্পূর্ণভাবে চিন ছাড়লে চিনের বেকারত্ব আরও বৃদ্ধি পাবে। আরও নিচের দিকে নেমে যাবে চিনের অর্থনীতি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর