কপালে আঁকা ত্রিনয়ন, গলায় জবার মালা, মা দূর্গার পর এবার মা কালী রূপে বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাস

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas)। এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা কম নয়। বিভিন্ন কারণে মাঝে মাঝেই চর্চায় উঠে আসে তাঁর নাম। বিশেষ করে দূর্গাপুজোর সময়ে কলকাতার দুটি ক্লাবের পুজোর মুখ হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। মা দূর্গা রূপে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন বাংলাদেশের অপু।

এবার মা কালী রূপে ধরা দিলেন অভিনেত্রী। বেলেঘাটার একটি ক্লাবের কালীপুজোর মুখ হচ্ছেন অপু বিশ্বাস। ১১ অক্টোবর নিজের জন্মদিনেই এক দারুন সারপ্রাইজ দিলেন অভিনেত্রী। এদিন শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিওতে কালীপুজোর ফটোশুট করলেন অপু।

Apu biswas
লাল শাড়ি, ব্লাউজ, দু হাতে শাঁখা পলা, চুড়ি, কানে দুল, কপালে আঁকা ত্রিনয়ন আর গলায় জবা ফুলের মালা। এমন সাজে ধরা দিলেন অভিনেত্রী। হাতে বড় একটি প্রদীপ নিয়ে ফটোশুট করেছেন তিনি। এদিন জন্মদিনও ছিল অপুর। সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, ছেলে আব্রাম খান জয় মায়ের একটি ছবি এঁকে দিয়েছে। কেক কেটেও হয়েছৈ উদযাপন।

Apu biswas 2
দূর্গাপুজোয় কাঁকুড়গাছি যুবকবৃন্দ এবং ৬৯ তপসিয়া গেটের পুজোর মুখ হয়েছিলেন অপু বিশ্বাস। পুজো কলকাতাতেই কেটেছিল তাঁর। পাশাপাশি আরো একটি কাজ ছিল অপুর। গয়ায় নিজের প্রয়াত বাবা মায়ের পিণ্ড দান করেছেন তিনি। বিজয়া দশমীর দিন কাঁকুড়গাছি যুবকবৃন্দ ক্লাবে সিঁদুরখেলাতেও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। তবে ছেলের ছুটি থাকায় কালীপুজোয় কলকাতায় আসতে পারবেন না তিনি।

বহুবার বহু বিতর্কে নাম জড়িয়েছে অপুর। তবে এতে তাঁর কোনো সমস‍্যা নেই। অভিনেত্রী বলেন, তিনি চান তাঁকে নিয়ে বিতর্ক হোক। বিতর্ক হচ্ছে মানে শিল্পী কাজ করছেন। বিতর্ক ছাড়া শিল্পীর জীবন অসম্পূর্ণ।

Niranjana Nag

সম্পর্কিত খবর