বাংলাহান্ট ডেস্ক : কখনো ‘মিতুল’, কখনো ‘রাই’, একের পর এক চরিত্রে দর্শকদের মন জয় করে চলেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। আগে অবশ্য আরো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে ‘খেলনা বাড়ি’ এবং ‘মিঠিঝোরা’ কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে তাঁর। সারা বাংলাদেশে দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠেছেন ‘রাইপূর্ণা’। কিন্তু এই খ্যাতিটা কিন্তু মোটেই সহজে আসেনি।
অভিনয়ের জন্য ঝাড়গ্রাম থেকে কলকাতা আসেন আরাত্রিকা (Aratrika Maity)
কাজের জন্য বর্তমানে কলকাতায় থাকলেও আসলে ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা (Aratrika Maity)। অভিনেত্রী হওয়ার স্বপ্ন থেকেই কলকাতায় আসতেন অডিশন দিতে। ঝাড়গ্রাম থেকে নিয়মিত কলকাতায় যাওয়া আসা করতেন তিনি। অনেক ফাঁদেও পড়েছেন। ঠকতে ঠকতে শিখেছেন। প্রথম সুযোগ পেতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে আরাত্রিকাকে (Aratrika Maity)।
পরিবার তেমন স্বচ্ছল ছিল না: কলকাতায় নিজের বাড়ি, গাড়ি কিনেছেন আরাত্রিকা (Aratrika Maity)। কিন্তু ভোলেননি শুরুর দিনগুলো। এই সবকিছুই অনেক বেশি পেয়ে গিয়েছেন বলে মনে হয় তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, কেউ যদি ভাবেন যে তিনি খুব বড়লোক পরিবারের তবে ভুল করবেন। খুব বেশি স্বচ্ছল পরিবার ছিল না তাঁর। একটা সময় ঝাড়গ্রও থেকে নিয়মিত কলকাতায় আসতেন। ২০ টাকা যাতে গাড়ি ভাড়ায় খরচ না হয়ে যায়, তার জন্য কলকাতায় এসে পায়ে হেঁটেই স্টুডিওতে যেতেন।
আরো পড়ুন : ‘তিনটে পরোটা আর আনলিমিটেড তরকারি…’ ভাইরাল রাজুদার ওয়েব সিরিজ ডেবিউ! কোন প্ল্যাটফর্মে আসছে?
অনেক বার ঠকেছেন: আরাত্রিকা (Aratrika Maity) এও বলেন, অনেক প্রতারণাও হয়েছে তাঁর সঙ্গে। কাজ দেবে বলে টাকা চেয়েছে। তারপর বারুইপুরের কোন গলির মধ্যে নিয়ে চলে গিয়েছে। তখন বুঝেছেন ভুল জায়গা। সেখান থেকে একটা লম্বা পথ পেরিয়ে এসে আজ এই জায়গায় দাঁড়িয়েছেন আরাত্রিকা (Aratrika Maity)। অভিনেত্রীর কথায়, অডিশন দিয়ে তাঁকে কাজ সেতু হয়নি ঠিকই, তবে সঠিক জায়গায় পৌঁছাতেই সময় লেগে গিয়েছে পাঁচ বছর।
আরো পড়ুন : একধাক্কায় কয়েক বছর এগিয়ে যাবে গল্প, ‘জগদ্ধাত্রী’ থেকে বিদায় নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ অভিনেত্রী!
আরাত্রিকা বলেন, এই সবকিছু তাঁর কাছে স্বপ্নের মতো লাগে। তাঁর মতে, তিনি যা পেয়েছেন সবটাই ঈশ্বরের আশীর্বাদ। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘মিঠিঝোরা’ সিরিয়ালে অভিনয় করছেন আরাত্রিকা। তবে টিআরপির হাল বেহাল। গুঞ্জন বলছে, খুব শীঘ্রই বন্ধ যেতে পারে এই ধারাবাহিকটি।