নড়বড়ে ব্রাজিল লড়াই করেই হারলো! চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে ইতিহাস লিখলো মেসির আর্জেন্টিনা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ উরুগুয়ের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা (Argentina)। অপরদিকে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে (World Cup Qualifiers) প্রবল চাপে ব্রাজিল (Brazil)। চোট আঘাতে জর্জরিত সাম্বা ব্রিগেড এইদিন মুখোমুখি হয়েছিল বিশ্বজয়ী লা অ্যালবিসেলেস্তের। রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে এদিন হাড্ডাহাড্ডি ম্যাচে দ্বিতীয়ার্ধে ওটামেন্ডির (Otamendi) একমাত্র গোলে ০-১ ফলে ম্যাচ জেতেন মেসিরা (Lionel Messi)। কিন্তু সেটাই কালকের একমাত্র আলোচ্য বিষয় ছিল না।

arg goal

উত্তপ্ত ম্যাচে নোংরা ফুটবল:
এদিনের ম্যাচটা দুই দলের কাছেই একটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল! হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা কেউই তাদের স্বাভাবিক খেলাটা খেলতে সক্ষম হয়নি। এদিনের ম্যাচে ব্রাজিল ২৬ টা ফাউল করে ৩ টা হলুদ কার্ড পাওয়ার পাশাপাশি ১ টা লাল কার্ডও দেখেছে। এই ঘটনা একেবারেই ব্রাজিলের ফুটবল সুলভ নয়। আর্জেন্টিনা জবাবে ১৬ টা ফাউল করলেও তারা কোনও কার্ড দেখে নি। যাইহোক, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি লাতিন আমেরিকার যোগ্যতাঅর্জন পর্বে পয়েন্টস টেবিলের শীর্ষে থেকেই ২০২৩ ফিফা উইন্ডো শেষ করলো। অপরদিকে ব্রাজিলের আমেরিকা বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াটাই তাদের কাছে এখন ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নের চেয়েও বেশি কাঙ্খিত। আপাতত পয়েন্টস টেবিলে ৬ নম্বরে রয়েছে তারা।

আরও পড়ুন: শাহরুখের জায়গায় সৌরভ! বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মহারাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা মমতার

স্টেডিয়ামে চূড়ান্ত সংঘর্ষ:
এদিন ম্যাচ শুরুর আগে গ্যালারিতে শুরু হয়েছিল তুমুল সংঘর্ষ। আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজানোর সময় ব্যাঙ্গ করে ধুয়োধ্বনি দিয়েছে ব্রাজিল সমর্থকরা।সেই থেকে ঝগড়ার সুত্রপাত।ব্রাজিলিয়ান পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের লাঠিপেটা শুরু করে। মেসি তার দল নিয়ে বিবাদ মিমাংসার জন্য করেও ব্যর্থ হন। ক্ষোভে পুরো আর্জেন্টিনা দল মাঠ ত্যাগ করেন। ৩০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা শুরু।

আরও পড়ুন: লড়াই করার চেষ্টা করেও ব্যর্থ! সুনীলের ভারতকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে উড়িয়েই দিলো কাতার

বিশ্বকাপের পর থেকে খারাপ সময় চলছে ব্রাজিলের:
এটাই যে চলতি শতকে ব্রাজিলিয়ান ফুটবলে সবচেয়ে কঠিন সময়ে সেটা একটা পরিসংখ্যান দিয়ে বোঝানো যেতে পারে। একে একে সেই পরিসংখ্যানগুলি নীচে তুলে ধরা হলো…..

◆ ব্রাজিল ২০০১ সালের পর প্রথমবারের মতো উরুগুয়ের কাছে হেরেছে।
◆ ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বে হেরেছে।
◆ ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল কোয়ালিফায়ারে টানা দুই ম্যাচ হেরেছে।
◆ ইতিহাসে প্রথমবারের মতো বাছাইপর্বে ব্রাজিল নিজেদের মাঠে হেরেছে।
◆ ইতিহাসে প্রথমবারের মতো বাছাইপর্বে কম ম্যাচে বেশি গোল খাওয়ার রেকর্ড গড়েছেন।
◆ ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল কোনও কোচের দায়িত্বে বাছাইপর্বে টানা ৩টি ম্যাচ হেরেছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর