বাংলাহান্ট ডেস্ক: অর্জুন কাপুরের আগামী ছবি ‘পানিপথ’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই রণবীর সিং অভিনীত ‘বাজিরাও মস্তানি’র সঙ্গে তুলনা টেনে অনেকেই সমালোচনা শুরু করেন অর্জুনের। এবার সেইসব আলোচনা সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা। বললেন, ভারতের মানুষ ঐতিহাসিক ঘটনাবলী শুনতে পছন্দ করে, তাই পানিপথের তৃতীয় যুদ্ধের গল্পও তাঁদের জানা দরকার।
অর্জুনের অভিযোগ, মানুষ শুধু শেষের ফলাফলটা জানতেই বেশি আগ্রহী। বাকি শুরু থেকে শেষ পর্যন্ত যে যাত্রা তার উপরে তাদের কোনও আগ্রহই নেই। তাঁর কথায়, “আমরা সম্পূর্ণ যাত্রাটা বা ঘটনাটার পরের পরিস্থিতি সেই বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করি না। কিন্তু কখনও কখনও ছোট ছোট বিষয়ই বেশ গুরুত্বপূর্ণ হয় ফলাফলের তুলনায়।“ তিনি আরও বলেন, “এই যুদ্ধের পর আফগানরা আর ভারতে প্রবেশের সাহস দেখায়নি, আমরা হেরে যাওয়া সত্ত্বেও।
https://www.instagram.com/tv/B5aDTcEFxuB/?utm_source=ig_web_copy_link
অর্জুনের মতে, অক্ষয় কুমারের ‘কেশরী’ ছবিতেও ইতিহাসে বিদেশিদের বিরুদ্ধে ভারতের হারই দেখানো হয়েছে। শিখরাও ব্যর্থ হয়েছিল ভারতে বিদেশি অনুপ্রবেশ ঠেকাতে। পানিপথ একমাত্র ছবি নয় যেখানে ইতিহাসে বিদেশি শক্তির কাছে ভারতের হার দেখানো হচ্ছে। তিনি বলেন, “তখনকার সময়েও পেশোয়া ও মারাঠাদের দেশভক্তি, গর্ব ও সাহসের প্রমাণ দেখানোর জন্য পানিপথের যুদ্ধের বিষয়ে দেখানো উচিত।“
রণবীর কাপুর, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মস্তানি’ ছবির সঙ্গে তাঁর তুলনার প্রসঙ্গে অর্জুন বলেন, “বিষয়টা খানিকটা এরকম যে যেহেতু উরি তৈরি হয়েছে বলে আর যুদ্ধ বিষয়ক কোনও ছবি তৈরি হতে পারবে না। সেটা সম্ভব নয় কারণ অনেক না বলা কাহিনী রয়েছে।“ অর্জুন কাপুর ছাড়াও ‘পানিপথ’ ছবিতে রয়েছেন কৃতি শানন ও সঞ্জয় দত্ত। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।