বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ। বিগত বেশ কয়েকদিন ধরে বিজেপি নেতা অর্জুন সিংয়ের একাধিক মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। পাটের দাম প্রসঙ্গে তাঁর অবস্থানের দরুন বিতর্কের আঁচ ক্রমাগত বাংলা থেকে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। গতকাল অর্জুন সিংকে আশ্বস্ত করার জন্য দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল। আশা করা হয়েছিলো, সেই বৈঠকের পর হয়তো সমাধানের রাস্তা বেরিয়ে আসবে, কিন্তু বাস্তবে কোন সুরাহাই মিললো না! দিল্লিতে বৈঠক শেষে এদিন অর্জুন সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, “ললিপপ নিয়ে রাজনীতিতে বিশ্বাসী নই।” এখানে থেমে না থেকে বর্তমানে তৃণমূলের আন্দোলনকে সমর্থন জানানোর কথাও ঘোষণা করেন তিনি।
দীর্ঘদিন ধরেই বাংলায় পাট শিল্পকে নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় অর্জুন সিংকে। গতকাল তিনি বলেন, “যেভাবে আম্বানি ও আদানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পাট শিল্পকে ক্রমশ ধ্বংস করে দেওয়া হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার এলাকায় পাট শিল্পী থেকে শুরু করে চাষিরা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। আমি বসে বসে তা কখনো দেখতে পারবো না।” এহেন মন্তব্যের পরে গতকালই দিল্লিতে ডাক পড়ে তাঁর।
গতকাল বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। তবে বৈঠক শেষে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ করে বসেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “যতক্ষণ না কোন রাস্তা বের হচ্ছে, ততক্ষণ আমি আন্দোলন চালিয়ে যাব। ললিপপ নিয়ে রাজনীতিতে আমি বিশ্বাসী নই। সব ললিপপ শেষ হয়ে যাবে। ফলে সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও তীব্রতর হবে।” এখানেই থেমে না থেকে বর্তমানে জুট কমিশনারের সামনে তৃণমূল দলের আন্দোলনকে সমর্থনও করেন অর্জুন।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য বিশেষ কোনও মন্তব্য করা হয়নি। তবে যেভাবে অর্জুন সিং দিনের পর দিন একাধিক বিতর্কিত মন্তব্য করে চলেছেন, তাতে ক্রমশ তাঁর তৃণমূল দলে যোগদানের জল্পনা আরো জোরালো হয়ে উঠছে। তবে শেষ পর্যন্ত তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কিনা, তা সময়ই বলবে।