মুখ‍্য চরিত্রে অভিনয়ের সুযোগ, যে সিরিয়াল জনপ্রিয়তা দিল তাকেই দূরে ঠেললেন ‘মিঠাই’ অভিনেত্রী অর্কজা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন মুখ‍্য চরিত্র দিয়ে। তবে অর্কজা আচার্য (Arkoja Acharyya) জনপ্রিয়তা পান পার্শ্বচরিত্র থেকেই। দ্বিতীয় সিরিয়াল (Bengali Serial) ‘মিঠাই’ (Mithai) এর পরেই খ‍্যাতির চূড়ায় ওঠেন তিনি। কিন্তু এখন সেই সিরিয়ালকেই বিদায় জানালেন অর্কজা।

মডেলিং জগতে বেশ নাম করেছিলেন তিনি। তারপরেই আসা অভিনয়ে। স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে নায়িকার চরিত্রে সুযোগ পেয়েছিলেন অর্কজা। কিন্তু তেমন জনপ্রিয়তা পায়নি সিরিয়ালটি। তাড়াতাড়ি শেষও হয়ে গিয়েছিল ওগো নিরুপমা। তবে বেশি অপেক্ষা করতে হয়নি অর্কজাকে। জি বাংলার ‘মিঠাই’তে সুযোগ পেয়ে যান তিনি।


সে সময়ে মিঠাই বাংলা সেরা। আইপিএস অফিসার বসুন্ধরা ওরফে ধারার চরিত্রে অভিনয় করছিলেন অর্কজা। খুব কম সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছিল সিরিয়ালটি। রুদ্রর সঙ্গে একটা সম্পর্কের সম্ভাবনার দিকও উঠেছিল গল্পে। যদিও তা পরে সম্ভব হয়নি।

কিন্তু বেশ কিছুদিন হল ধারাকে আর দেখা যাচ্ছে না মিঠাইতে। দর্শকরা মিস করছিলেনই অর্কজাকে। তার মাঝেই এল চাঞ্চল‍্যকর খবর। মিঠাই নাকি ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী। খবর বলছে, অপর একটি সিরিয়ালে মুখ‍্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছেন অর্কজা। তাই মিঠাইতে পার্শ্ব চরিত্রটি ছেড়ে দিচ্ছেন তিনি।

ওগো নিরুপমা সিরিয়ালের হাত ধরে ডেবিউ করলেও মিঠাই কাঙ্খিত জনপ্রিয়তা এনে দিয়েছিল অর্কজাকে। তবে সম্প্রতি ধারা চরিত্রটি ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলছিল। এর মধ‍্যেই অন‍্য সিরিয়ালে সুযোগ পেয়ে যান অভিনেত্রী। তাই শেষমেষ মিঠাই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সম্প্রতি মিঠাই এর ৫০০ পর্ব উদযাপনে টিমের সঙ্গে সামিল হয়েছিলেন অর্কজা। তাঁর নতুন সিরিয়াল সম্প্রচারিত হবে আকাশ আট চ‍্যানেলে।

সম্পর্কিত খবর

X