আজারবাইজানের তরফ থেকে লড়ছে ভাড়াটে পাকিস্তানি সেনা

বাংলা হান্ট ডেস্কঃ নাগর্নো-করাবাখ এলাকা নিয়ে আর্মেনিয়া (Armenia) আর আজারবাইজানের (Azerbaijan) মধ্যে জারি লড়াইয়ে পাকিস্তানের (Pakistan) নাক গলানোর চর্চা চলছে। আর্মেনিয়ার উপ বিদেশ মন্ত্রী এবেট অ্যাডন্টস বলেন, ভূমি যুদ্ধে আজারবাইজানে ‘ভাড়াটে’ হিসাবে পাকিস্তানি সেনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

অ্যাডন্টস এক ভারতীয় সংবাদসংস্থার সাথে রাজধানী ইয়েরেবানে সাক্ষাৎকারে বলেন, এটি আমাদের জন্য অবাক হওয়ার মতো বিষয় নয়, যেহেতু নব্বইয়ের দশকে নাগর্নো-কারাবাখের যুদ্ধের সময় পাকিস্তানিরা উপস্থিত ছিল।

উল্লেখ্য, আর্মেনিয়ার একটি নিউজ রিপোর্ট, দু’জন বেসামরিক ব্যক্তির মধ্যে টেলিফোনের কথোপকথনের ভিত্তিতে দাবি করেছে যে পাকিস্তানি সেনারা আজারবাইজানের পক্ষে লড়াই করছে। একই সাথে অ্যাডন্টস জিহাদিদের আজারবাইজান পাঠানোর জন্য তুরস্কের নামও উল্লেখ করে অভিযোগ করেন যে, আমাদের উপর চাপানো যুদ্ধটি তুরস্কের সাথে যৌথভাবে পরিকল্পনা করে করা হয়েছিল।

Avet Adonts
Avet Adonts

জানিয়ে দিই, এই যুদ্ধ ৪ হাজার ৪০০ বর্গ কিলোমিটারের নাগর্নো-করাবাখ এলাকায় কবজা করা নিয়ে হচ্ছে। আজারবাইজান এই এলাকাকে নিজেদের বলে মানে, কিন্তু কয়েক দশক ধরেই ওই এলাকা আর্মেনিয়ার দখলে রয়েছে। জানিয়ে দিই, এই লড়াইয়ে এখনো পর্যন্ত শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এবং দুই পক্ষের ব্যাপক সামরিক ক্ষতিও হয়েছে বলে জানা যায়।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর