নিশীথ প্রামাণিকের পর জন বার্লা! আরও এক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগের ঘটনা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৎকালীন বিজেপি প্রার্থী জন বার্লা ও তাঁর দলীয় কর্মী-সমর্থকরা বিডিও অফিস চত্বরে বাইক ও গাড়ি নিয়ে নির্বাচনি বিধি অমান্য করে র‍্যালি করেছিলেন। পুলিশের পক্ষ থেকে এই র‍্যালি করার জন্য নেওয়া হয়নি কোনো অনুমতি। অনুমতি ছাড়াই এইভাবে র‍্যালি করার জন্য জন বার্লার বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতেই তুফানগঞ্জ মহকুমা আদালত কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। এর আগেও উত্তরবঙ্গের আরও এক বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা।

২০১৯ সালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা মামলায় নাম ছিল মোট চারজনের। আগেই অন্য তিনজন মুক্তি পেয়ে গিয়েছিলেন। কিন্তু এই মামলায় গত ১৫ ই নভেম্বর আদালতে হাজির হওয়ার সমন পাঠানো হয় জন বার্লাকে। কিন্তু সমান পাঠানোর পরও আদালতে হাজির হননি জন বার্লা বা তার আইনজীবী। তাই এবার বিজেপির সাংসদের বিরুদ্ধে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল।Barla

প্রসঙ্গত এর আগে ২০০৯ সালে দুটি সোনার দোকানে চুরির মামলায় উত্তরবঙ্গের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একটি ঘটনায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আইপিসি ৪৫৭, ৩৮৫ ও ৪১১ নম্বর ধারায় ও অন্য আরেকটি মামলায় ভারতীয় দণ্ডবিধির ৪৬১, ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলার রুজু করা হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর