অরুণ জেটলির মৃত্যুর খবর ১০ দিন আগে তিনি স্বপ্নতে দেখেছিলেন, বললেন রাখি

বাংলা হান্ট ডেস্ক: এই মাসের ২৪ শে আগস্ট পরলোক গমন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। দীর্ঘ রোগভোগের পর দিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বলিউডের তারকারা শোক বার্তা জানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বার্তা গুলির মধ্যে রাখি সাওয়ান্তও শোক বার্তা প্রকাশ করেন।এই নিয়ে বিতর্ক শুরু হয়।

সম্প্রতি রাখি সাওয়ান্তকে নিয়ে নেটিজেনরা ট্রোল করছেন বা বিতর্ক জড়াচ্ছেন। আবার তিনি ইনস্টাগ্রামে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি মৃত্যুর শোকবার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সে ভিডিওতে বলেন, তার মৃত্যুর খবর ১০ দিন আগে তিনি স্বপ্নতে দেখেছিলেন।

https://www.instagram.com/p/B1ipbmPHLrL/?igshid=14cx7e4xutj1c

সম্পর্কিত খবর