বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় ন্যায়বিচার চাইছে গোটা দেশ। দেশের নানান হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসাশাস্ত্রের পড়ুয়ারা কর্মবিরতি চালাচ্ছেন। নির্যাতিতা সুবিচার পাক, আসল দোষীদের শাস্তি হোক, প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে এই একটি দাবি। এই আবহে এবার চিকিৎসকদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)।
চিকিৎসকদের চরম হুঁশিয়ারি অরূপের (Arup Chakraborty)!
সম্প্রতি আরজি কর কাণ্ডে (RG Kar Incident) অপরাধীদের শাস্তির দাবিতে আয়োজিত একটি দলীয় সভা থেকে এহেন মন্তব্য করেছেন অরূপ। এমনিতেই এই ঘটনার জেরে তুমুল সমালোচিত হতে হচ্ছে রাজ্যের শাসক দলকে। এই আবহে বাঁকুড়ার জোড়াফুল বিধায়কের এই মন্তব্য আগুনে ঘি ঢেলেছে বলেই মনে করছেন অনেকে।
রবিবার সন্ধ্যায় আয়োজিত ওই সভায় অরূপ বলেন, ‘আমার কাছে খবর রয়েছে। বাঁকুড়া মেডিক্যাল কলেজে ডাক্তারবাবুরা ধর্নার নাম করে বেড়াতে যাচ্ছেন। খবর আছে, ধর্নার নাম করে বাড়ি চলে যাচ্ছেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে চলে যাচ্ছেন। ডাক্তারিটা না করে। দয়া করে এমন করবেন না। আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি নয়। যদি বিনা চিকিৎসায় রোগী মারা যেতে শুরু করে, তাহলে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ হাসপাতালে হাসপাতালে চলে আসবে। আমরা কিন্তু তখন রক্ষা করতে পারব না’।
আরও পড়ুনঃ সারা দেহে আঁচড়-কামড়, যোনিতে সাদা তরল! ময়নাতদন্তের রিপোর্টে হাড়হিম করা তথ্য ফাঁস
এখানেই না থেকে অরূপ (Arup Chakraborty) আরও বলেন, ‘অবরোধের নাম করে ডাক্তাররা যদি ঘুরতে চলে যায়, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে অটোমেটিক হবেই। বিনা চিকিৎসায় যদি রোগী মারা যায়, তাহলে কি এখানে মানুষ ছেড়ে দেবে?’
উল্লেখ্য, যত দিন যাচ্ছে আরজি কর কাণ্ডের প্রতিবাদে হওয়া আন্দোলন ততই তীব্র হচ্ছে। বাংলার গণ্ডি পেরিয়ে ইতিমধ্যেই এটি এখন জাতীয় ইস্যু হয়ে গিয়েছে। সাধারণ মানুষ থেকে তারকা প্রত্যেকে একসঙ্গে ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছেন। অপরাধীদের শাস্তি হোক, এই দাবিতে সরব সকলে।