বাংলা হান্ট ডেস্ক : মোদির (Narendra Modi) মার্কিন সফর মোটের উপর সরল থাকলেও একটা কাঁটা যেন বিভিন্ন সময়ই বিঁধে চলেছে। আর তা হল বারাক ওবামার (Barack Obama) ওবামা বলেন, ‘যদি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট বৈঠকে বসেন, তাহলে ভারতের মুসলিম সংখ্যালঘুদের অবস্থানের বিষয়টি উত্থাপিত করা উচিত তাঁর। আমি মোদিকে নিজে চিনি। আমি যদি এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে দেখা করতাম তাহলে আমি তাঁকে বলতাম, আপনি যদি সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করেন, তাহলে ভারতের টুকরো টুকরে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।’
প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বলেন, ‘দেশভাগ এড়াতে চাইলে সংখ্যালঘুদের সম্মান করতেই হবে’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তাঁকে এই বিষয়ে সতর্ক করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
ওবামার এই বক্তব্যের কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে একটি সাংবাদিক সম্মেলন করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি বলেন, “আমরা আমাদের প্রত্যেক নাগরিকের মর্যাদায় বিশ্বাস করি, এটা আমেরিকার ডিএনএ-তে রয়েছে। এবং আমি বিশ্বাস করি ভারতের ডিএনএ-তেও এটা আছে। আমাদের সাফল্যে গোটা বিশ্বের কৃতিত্ব রয়েছে।’
এরপর দেশে মিশর ঘুরে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী। গতকাল মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির এক কর্মসূচীতে যোগ দেন মোদি। সেখানে তিনি অভিন্ন দেওয়ানি বিধি, তিন তালাক, বহু বিবাহ, ধারা ৩৭০ অবলুপ্তির মত একাধিক বিষয় উঠে আসে মোদির বক্তব্যে। এরপরই এই প্রসঙ্গে সুর চড়ান হায়দ্রাবাদের আসাদউদ্দীন ওয়েইসি।
ওয়েইসি বলেন, ‘ভারতের সংবিধান অনুসারে ধারা ২৯ এ ধর্মাচরণের অধিকার দেওয়া হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি মাবেই হল এই ধারাকে ধ্বংস করা। হিন্দু ও মুসলিমদের ব্যক্তিগত আইন কখনই এক হতে পারে বা। এটা প্রধানমন্ত্রীকে বুঝতে হব।’
কী বলেন ওবামা? মার্কিন সংবাদমাধ্যমে ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘যদি ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য জাতিদের মানবাধিকার রক্ষা না করা হয়, তাহলে ভবিষ্যতে ভারত ভাগ হয়ে যেতে পারে।’ পাশাপাশি ওবামার আরও মত, বাইডেন প্রশাসনের উচিত ভারত সরকারের সঙ্গে সংখ্যালঘুদের অধিকারের ইস্যু নিয়ে আলোচনা করা।