দুবাইতে বসে ভারতের স্বাদ, নিজের রেস্তোরাঁয় নিজের হাতেই রাঁধলেন আশা! সঙ্গে গান ফ্রি

বাংলাহান্ট ডেস্ক: কথাতেই আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। তবে শুধু চুল বাঁধা নয়, গানও গায়। কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকে (Asha Bhosle) দেখলে ঠিক এই কথাটাই মনে হবে। দুবাইয়ে নিজের রেস্তোরাঁর হেঁশেলে ঢুকে জমিয়ে রাঁধলেন গায়িকা। সঙ্গে গুনগুন করে গাইলেন গানও। দেখেশুনে মুগ্ধ সক্কলে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে আশা ভোঁসলের রেস্তোরাঁ চেইন ‘আশা’স’। দুবাইতে নতুন খোলা হয়েছে একটি রেস্তোরাঁ। সম্প্রতি সেই রেস্তোরাঁয় হাজির হন আশা। আর গিয়েই সোজা ঢুকে যান রেস্তোরাঁর রান্নাঘরে। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি পদ রাঁধতে দেখা গিয়েছে তাঁকে।

Asha 2
খুন্তি তুলে একবার শুঁকে দেখেও নিলেন সুগন্ধ অতিথিদের পছন্দ হবে তো? ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘আও না গলে লাগ যাও না’। কমেন্টে নেটনাগরিকদের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি আরো একটি ভিডিওতে রেস্তোরাঁটাও ঘুরিয়ে দেখিয়েছেন গায়িকা। ভিডিওটি শেয়ার করেছেন তাঁর নাতনি জানাই ভোঁসলে।

রেস্তোরাঁ চেনের ২০ বছর উপলক্ষে দুবাইতে নতুন একটি আউটলেট খোলা হয়েছে। বিদেশের মাটিতে খাঁটি ভারতীয় খাবার, সঙ্গে আশা ভোঁসলের আইকনিক সব গানের মিশেল উপহার দেওয়া হয় অতিথিদের। রেস্তোরাঁর ওয়েবসাইটে লেখা, গায়িকা নাকি নিজে খাবার দাবারের গুণমান পরীক্ষা করেন যাতে অতিথিদের ভাল লাগে। দুবাই ছাড়াও ম্যাঞ্চেস্টার, বাহরিন, কুয়েত, আবু ধাবি, বার্মিংহ্যাম সহ ১৮ টি জায়গায় রয়েছে আশার রেস্তোরাঁ।

https://www.instagram.com/reel/ChDAldtKBFm/?igshid=YmMyMTA2M2Y=

বিদেশে গায়িকার রেস্তোরাঁর বেশ খ্যাতি রয়েছে। গত বছর বার্মিংহ্যাম এর রেস্তোরাঁতে ঢুঁ মেরেছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। চিকেন টিক্কা মশালা খেয়ে নাকি মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এক প্লেটে তাঁর মন ভরেনি। দু প্লেট চিকেন টিক্কা চেটেপুটে খেয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন খাবারের।

https://www.instagram.com/reel/ChDJ8XaAJ29/?igshid=YmMyMTA2M2Y=

টমের ছবি ছবি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন আশা। লিখেছিলেন, ‘আশা’স এ খাবার খাওয়ার অভিজ্ঞতা টম ক্রুজ উপভোগ করেছেন একথা জানতে পেরে আমি খুবই খুশি। আশা করি খুব শীঘ্রই উনি ফের আমাদের রেস্তোরাঁতে আসবেন।’


Niranjana Nag

সম্পর্কিত খবর