কিংবদন্তি ক্যালিসকে পেছনে ফেলে অনন্য মাইলফলক ছুঁলেন অশ্বিন! সামনে শুধু মুরলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আহমেদাবাদে আয়োজিত টেস্ট (Ahmedabad Test) ম্যাচটি ড্র হওয়ায় ভারতীয় দল (Team India) যে খুব খুশি হয়েছে এমনটা নয়। কিন্তু নিউজিল্যান্ড ঘরের মাটিতে তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনের (Kane Williamson) শতরানে ভর করে শ্রীলঙ্কাকে হারানোর পর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই (India vs Australia) ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে ওই ফাইনাল খেলতে মাঠে নামবেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

তখন ভারতীয় দলে তার কতটা বড় ভূমিকা থাকবে সেটা জানা নেই, কিন্তু এই সিরিজে অসাধারণ বোলিং করে রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin), রবীন্দ্র জাদেজার সাথে যুগ্মভাবে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন। সেই সঙ্গে অশ্বিন এই সিরিজে জাদেজা (২২) ও ন্যাথান লিয়নকে (২২) টপকে ২৫ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন। আহমেদাবাদের ব্যাটিং বান্ধব উইকেটেও তিনি ৭ উইকেট নিয়েছেন ২ ইনিংস মিলিয়ে।

ravi ashwin vs aus

আহমেদাবাদ টেস্ট বাদে দিল্লি টেস্টেও তিনিও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনি বর্ডার-গাভাস্কার ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। অনিল কুম্বলেকে টপকে গিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘরের মাটিতে সর্বোচ্চ ফাইফার নেওয়ার রেকর্ডটিও এখন তার দখলে।

এই সিরিজ সমাপ্ত হওয়ার পর একটি উল্লেখযোগ্য মাইলফলক ছুঁয়ে ফেলেছেন রবি অশ্বিন। দ্বিতীয় ক্রিকেটার এবং প্রথম ভারতীয় হিসাবে তিনি ১০ বার সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন এই তারকা অফস্পিনার। সর্বোচ্চ সিরিজ সেরার পুরস্কার প্রাপ্ত ক্রিকেটার হওয়া থেকেও আরও বেশি দূরে নেই তিনি। পাঠকদের বোঝবার সুবিধার জন্য আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সিরিজ সেরা হওয়া ক্রিকেটারদের তালিকাটি নিয়েছে তুলে ধরা হলো…

● মুথাইয়া মুরলিধরন (শ্রীলঙ্কা): ১১টি (৬১ টেস্ট সিরিজ খেলে)
● রবিচন্দ্রন অশ্বিন (ভারত): ১০টি (৩৭ টেস্ট সিরিজ খেলে)
● জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ৯টি (৬১ টেস্ট সিরিজ খেলে)

অশ্বিন যেমন ছন্দে এগোচ্ছেন তাতে হয়তো অদূর ভবিষ্যতেই তিনি শ্রীলঙ্কান কিংবদন্তী মুরলিধরনকে পেছনে ফেলে দেবেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর