BSNL 5G পরিষেবা শুরুর দিনক্ষণ জানালেন অশ্বিনী বৈষ্ণব! ১.৩৫ লক্ষ টাওয়ারে শুরু হবে পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে 5G পরিষেবা (5G Service) শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, বেসরকারি টেলিকম অপারেটরগুলি গ্রাহকদের কাছে এই পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এখন। এদিকে, ২০২৩ সালের মধ্যেই সারা দেশে 5G পরিষেবা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে Reliance Jio এবং Airtel। তবে, এবার এই দৌড়ে পিছিয়ে থাকতে নারাজ রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)-ও। শুধু তাই নয়, এবার BSNL-এর 5G পরিষেবা শুরুর প্রসঙ্গে বড়সড় তথ্য উপস্থাপন করলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

তিনি জানিয়েছেন যে, BSNL শীঘ্রই দেশে 5G পরিষেবা চালু করতে চলেছে। তবে, এটি আপগ্রেড করতে কমপক্ষে ৫ থেকে ৭ মাস সময় লাগতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী গত বৃহস্পতিবার আরও জানান যে, সারা দেশে লক্ষাধিক টাওয়ারের মাধ্যমে এই পরিষেবা শুরু করতে চলেছে সংস্থা। অর্থাৎ, প্ৰথম থেকেই ভালো প্রস্তুতি নিয়ে এই ক্ষেত্রে পদার্পণ করবে BSNL।

এই প্রসঙ্গে CII-এর একটি অনুষ্ঠানে মন্ত্রী জানান, টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডটিকে ৫০০ কোটি টাকা থেকে ৪,০০০ কোটি টাকায় বাড়িয়ে দিয়ে সেই অর্থ নতুন স্টার্টআপগুলিকে সাহায্য করার চিন্তাভাবনা করা হয়েছে। এদিকে, পিটিআইয়ের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, অশ্বিনী বৈষ্ণব বলেছেন ৫ থেকে ৭ মাসের মধ্যে ১.৩৫ লক্ষ টেলিকম টাওয়ারে BSNL-এর 5G পরিষেবা চালু করা হবে।

টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডটিকে বাড়াবে সরকার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BSNL-এর তরফে 5G টেস্টিংয়ের জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর কাছে প্রয়োজনীয় ইক্যুইপমেন্টের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এদিকে, মন্ত্রী জানিয়েছেন যে, ভারতের প্রত্যন্ত অঞ্চলেও BSNL-এর 5G পরিষেবা সরবরাহ করা হবে। যার ফলে সাধারণত মানুষের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার সমাধান হবে। বৈষ্ণবের মতে, টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডের জন্য এখন প্রতি বছর ৫০০ কোটি টাকার বাজেট নিয়ে আসা হচ্ছে। তবে সেটি ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

5g bsnl

স্টার্টআপ সম্পর্কেও তথ্য দিয়েছেন মন্ত্রী: ওইদিন স্টার্টআপের কথা উল্লেখ করে তিনি বলেন, রেলওয়ের অধীনে ৮০০ টি স্টার্টআপ এবং প্রতিরক্ষা খাতের অধীনে ২০০ টি স্টার্টআপ প্রোগ্রাম ইতিমধ্যেই চালু করা হয়েছে। তিনি বলেন, এখন যে কেউ নতুন আইডিয়া ও নতুন সমাধান নিয়ে আসতে পারে। এই ধারণাগুলিকে প্রথম থেকেই প্রোডাক্ট লেভেলে নিয়ে আসা হবে এবং তারপর একাধিক খাতে ব্যবহার করা হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর