মহামেডানকে গোলের মালা পড়ালো এটিকে মোহনবাগান! কোনওক্রমে জয় পেল ইস্টবেঙ্গলও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সময়টা অত্যন্ত ভালই যাচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) সমর্থকদের। গতকালই আইএসএলে (ISL 2022/23) তাদের দল শক্তিশালী হায়দরাবাদকে হারিয়ে পৌঁছে গিয়েছে ফাইনালে। সেখানে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবে সবুজ মেরুণ শিবির। আর আজ তাদের বড় প্রতিদ্বন্দ্বী মহামেডানের (Mohammedan FC) বিরুদ্ধে বড় জয় পেল এটিকে মোহনবাগানের জুনিয়র দল। নৈহাটি স্টেডিয়ামে মূল দলের কোচ জুয়ান ফেরান্দোর উপস্থিতিতে পিছিয়ে পড়েও জয় পেল সবুজ মেরুন শিবির।

আজ থেকে আরম্ভ হওয়ার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দল নামিয়েছে এটিকে মোহনবাগান। বড়রা যে সাফল্য এনে দেখিয়েছে তা ছোটরাও দেখাতে পারবে কিনা, সেই নিয়ে অনেক এটিকে মোহনবাগান সমর্থকদেরই কৌতুহল ছিল। প্রথমার্ধে তারা পিছিয়েও পড়েছিল। কিন্তু তারপর প্রথমার্ধেই সমতা ফিরিয়েছিল তারা।

দ্বিতীয়ার্ধে খেলা পুরোপুরি বদলে যায়। সুহেল ভাটের হ্যাটট্রিকে ভর করে শেষপর্যন্ত ৬-১ গোলে ম্যাচ জেতে সবুজ মেরুণ শিবির। একটি করে গোল করেন রিকি শ্যাবঙ, এংশন, ফারদিন আলী মোল্লা। দ্বিতীয়ার্ধে মোট পাঁচ গোল করে সবুজ মেরুন শিবির। এই পারফরম্যান্স দেখে সন্তুষ্ট এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচ শেষে জানালেন যে জুনিয়র দল প্রতি পদক্ষেপে ধীরে ধীরে উন্নতি করবে আরও।

suhail

অপরদিকে আজ ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গলও (East Bengal) মাঠে নেমেছিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খেলায়। আজ তাদের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। যদিও এটিকে মোহনবাগানের মতো দাপট দেখে জয় পায়নি লাল হলুদ শিবির। খেলার প্রথমার্ধে ম্যাচ গোলশূন্যই ছিল।

পরিবর্তন হিসেবে মাঠে নামেন কেরালার প্রতিভাবান স্ট্রাইকার জেসিম টিকে। তার ৫৮ মিনিটের করা গোলই আজ ইস্টবেঙ্গলকে জয় এনে দেয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়ে সন্তুষ্ট লাল হলুদ ছবির। কিন্তু সমর্থকরা কিছুটা হতাশ ছিল প্রতিদ্বন্দ্বী দল দাপট দেখিয়ে জেতায় এবং নিজেরা কোনওক্রমে জিততে পারায়।

Reetabrata Deb

সম্পর্কিত খবর