বাংলাদেশের সবাই হিন্দু, ইসলাম অনেক পরে এসেছেঃ বাংলাদেশি লেখিকা শর্বরী জোহরা আহমেদ

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকায় থাকা বাংলাদেশি লেখিকা শর্বরী আহমেদ (Sharbari Ahmed) বলেন, বাংলাদেশিরা মূল রুপে হিন্দু হওয়ার কারণে তাঁরা ভারতীয়দের মতই। যদিও লেখিকা বলেন, বাংলাদেশের মানুষেরা তাঁদের মূল রুপ ভুলে গেছে। শর্বরী আহমেদের জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায় হয়েছিল। আর ওনার বয়স যখন মাত্র তিন সপ্তাহ, তখন তিনি আমেরিকায় চলে যান।

জনপ্রিয় আমেরিকার টেলিভিশন শো ‘কোয়ান্টিকো” (Quantico) সিজন ওয়ানের সহ লেখিকা শর্বরী আহমেদ বলেন, চরমপন্থী ধার্মিক সংগঠনের কারণে আমার পরিচয় একজন বাঙালির জায়গায় বাংলাদেশি হয়ে গেছে।  কোয়ান্টিকোয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা মুখ্য ভূমিকা পালন করেছেন।

লেখিকা শর্বরী আহমেদ বলেন, ‘বাংলাদেশিরা কি করে নিজেদের হিন্দু ঐতিহ্যকে অস্বীকার করে? আমরা সর্বপ্রথম হিন্দু, ইসলাম অনেক পরে এসেছে। ব্রিটেন আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে ইংরেজরা। আমাদের হত্যা করেছে ওঁরা।” উনি বলেন, অবিভহক্ত ভারতের ঢাকাতে ঐতিহ্যবাহী মলমল শিল্পকে ধংস করেছে এই ইংরেজরাই। উনি বলেন, আমার আস্থা আর বাংলাদেশি হওয়ার সুবাদে আমি ‘Dust Under Her Feet” উপন্যাস লেখার অনুপ্রেরণা পাই।

Koushik Dutta

সম্পর্কিত খবর