বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বয়কটের ঢেউ কমার বদলে ক্রমেই বাড়ছে। গত মাস থেকেই রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) বাতিল করার ডাক উঠতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায়। মুক্তির তারিখ যত এগিয়েছে ততই সরব হয়েছে বয়কট গ্যাং। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে রণবীর আলিয়াকে প্রবেশ পর্যন্ত করতে দেয়নি বিক্ষোভরত বজরং দল। এবার বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিলেন পরিচালক অয়ন মুখার্জি (Ayan Mukherjee)।
বেশ কয়েক বছর আগে ‘রকস্টার’ ছবির প্রচারের সময়ে গোমাংস প্রেম নিয়ে মন্তব্য করেছিলেন রণবীর। সেই পুরনো ভিডিও খুঁজে বের করে এখন রণবীরের ছবি বয়কটের ডাক দিচ্ছে ক্ষুব্ধ নেটনাগরিকরা। গোমাতাকে অপমান করার অভিযোগে উজ্জয়িনীর মন্দিরে রণবীর আলিয়াকে ঢুকতে দেয়নি বজরং দলের সদস্যরা।
শুধুমাত্র পরিচালক অয়ন মন্দিরের ভেতরে ঢুকে মহাকালকে দর্শন করেন। সম্প্রতি দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টা নিয়ে মুখ খোলেন পরিচালক। তিনি বলেন, রণবীর আলিয়া তাঁর সঙ্গে মহাকালেশ্বরের দর্শন করতে যেতে পারলেন না, ছতে তাঁর খুব খারাপ লেগেছে।
অয়ন আরো বলেন, ছবির প্রথম মোশন পোস্টার প্রকাশ্যে আসার পর তিনি মহাকাল দর্শনে গিয়েছিলেন। তখনি নিজের মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে ছবি মুক্তির আগে ফের আসবেন দর্শনে। রণবীর আলিয়া যখন তাঁর এই পরিকল্পনার ব্যাপারে শোনেন, তখন তাঁরাই নিজে থেকে যাওয়ার জন্য জোর করেছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত উৎসাহী ছিলেন দুজনে। কিন্তু যখন মন্দিরের সামনে বিক্ষোভের কথা শোনেন অয়ন তখন তিনি একাই যাওয়ার সিদ্ধান্ত নেন।
আলিয়ার গর্ভাবস্থায় তাঁকে নিয়ে যেতে চাননি অয়ন। তিনি গিয়ে ছবি এবং সবার জন্য আশীর্বাদ চেয়ে এসেছেন। কিন্তু তিনি যখন দর্শন করতে যান তখনি তাঁর মনে হয় রণবীর আলিয়া আসতে পারলে ওঁদেরও ভাল লাগত।
সমানে তাঁর ছবি ব্রহ্মাস্ত্রের বিরুদ্ধে বয়কটের ডাক উঠছে। এ বিষয়ে কী প্রতিক্রিয়া অয়নের? পরিচালক বলেন, ছবিটা ভারতীয় সংষ্কৃতিকে উদযাপন করে। প্রত্যেকটা মানুষ সেটা অনুভব করতে পারবে বলে মত অয়নের। ছবির মাধ্যমে একটা ইতিবাচক শক্তি ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি। আর চান সবাই সেটা অনুভব করুক।