আমি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছি! বেফাঁস মন্তব্য আউশগ্রামের বিজেপি প্রার্থীর

বাংলা হান্ট ডেস্কঃ আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি একদিকে যেমন প্রশংসা কুড়োচ্ছেন। তেমনই আরেকদিকে ওনাকে নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভের সঞ্চার হয়েছে। এক পাইপলাইন মিস্ত্রীর স্ত্রী কলিতা মাঝি তিনটি বাড়িতে ঠিকা চুক্তিতে পরিচারিকার কাজ করেন। বিজেপির প্রার্থী হিসেবে ওনার নাম উঠে আসার পর চারিদিকে ওনাকে নিয়ে প্রশংসার বন্যা বইছে। এমনকি উনি প্রচারের জন্য পরিচারিকার কাজ থেকে কয়েকদিনের ছুটিও নিয়ে নিয়েছেন। আর এরমধ্যেই ওনাকে নিয়ে বিজেপির অন্দরে অস্বস্তি শুরু হয়েছে।

6 1

উল্লেখ্য, তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আচমকাই মুখ ফসকে বলে ফেলেন যে, তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। যদিও সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরেও নেন তিনি। তবে ওনার এই অবাঞ্ছিত ভুলই এখন বিজেপি নেতৃত্বের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওনার এই ভুলের অভিযোগ নিয়ে রাজ্য নেতৃত্বের দরবারে যেতে চলেছেন স্থানীয় বিজেপির নেতৃত্ব।

গুসকরার বাসিন্দা কলিতা মাঝি সোশ্যাল মিডিয়ায় নাম কামালেও স্থানীয় কিছু বিজেপি নেতাদের চোখের বালি হয়ে উঠেছেন। অনেকের মতেই যারা এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এলো, তাঁরা টিকিট না পেয়ে একজন সামান্য মহিলাকে টিকিট দেওয়া ঠিক হয়নি। যদিও, কলিতা মাঝি এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। ওনার কোথায় তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী, আর তিনি অন্যদল থেকে আসেন নি। তাই ওনাকে নিয়ে ক্ষোভ থাকার কথা না।

আরেকদিকে, স্থানীয় কিছু বিজেপি নেতারা জানান, যিনি জানেনই না তিনি কোন দলের হয়ে দাঁড়িয়েছেন, তিনি ভোটে জিতবেন কীভাবে? কলিতা মাঝির মুখ ফসকে দেওয়া বয়ান নিয়ে এলাকার বিজেপির কর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবুও এরমধ্যেও জয়ের বিষয়ে আশাবাদী কলিতাদেবী।

বিজেপির প্রার্থী কলিতাদেবী জানিয়েছেন, তিনি এখনও প্রচার শুরু করেন নি। নরেন্দ্র মোদীর উন্নয়নকে সামনে রেখে তিনি প্রচারে নামবেন। আর আউশগ্রামে মানুষকে কীভাবে নানান কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে, সেটাও তুলে ধরবেন তিনি। কলিতাদেবী এও জানান যে, তিনি এই নির্বাচনে কমপক্ষে ২৫ হাজার ভোটে জিতছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর