বাংলা হান্ট ডেস্কঃ সাতদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন মমতা সরকারের প্রতিমন্ত্রী। আর সাতদিনের মধ্যে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। তবে ওনার পুরনো দল তৃণমূল ওনাকে আবার ফিরিয়ে নেবে কি না, সেটা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি গৌতম দাস।
২০১১ এবং ২০১৬ সালে তৃণমূলের টিকিটে পরপর দু’বার তপন বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বাচ্চু হাঁসদা। কিন্তু একুশের নির্বাচনে ওনাকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ক্ষোভেই তিনি তৃণমূল ছেড়ে গত সপ্তাহে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ১০ মার্চ কলকাতায় এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন।
তবে বিজেপিতে যোগ দিয়েও যে তিনি টিকিট পাবেন তেমন কোনও নিশ্চয়তা ছিল না। নিজ জেলায় ফিরে তিনি দলীয় কম কর্মসূচিতে জায়গা পাননি। আর এই কারণেই তিনি আবার পুরোনো দল তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।