দুবাইয়ে বাঙালি নস্টালজিয়া, শুরু হল বঙ্গ প্রবাসী মিলাপ

বাংলাহান্ট ডেস্ক: আজ থেকে দুবাইয়ে শুরু হল বঙ্গ প্রবাসী মিলাপ। আজ ও কাল  অর্থাৎ ৬ ও ৭ ডিসেম্বর সুদূর দুবাইয়ে মিলবে নিখাদ বাঙালি নস্টালজিয়া। যে বাঙালিরা দীর্ঘদিন ধরে নিজেদের দেশ ছাড়া তাদের জন্য বিদেশেই একটুকরো স্বদেশের বন্দোবস্ত করবে এই মিলাপ।

আসলে কী এই বঙ্গ প্রবাসী মিলাপ? আসুন জেনে নেওয়া যাক। তিন বছর আগে সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের হাত ধরেই মিলাপের পথচলা শুরু। দুবাইয়ের প্রবাসী বাঙালিদের কিছু সময়ের জন্য নিজেদের ফেলে আসা শিকড়ের সঙ্গে মেলানোর জন্য তৈরি হয়েছিল বঙ্গ প্রবাসী মিলাপ। সেই ছোট্ট স্বপ্নই ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করে। তারই ফল আজকের এই বিরাট কর্মকাণ্ড।

DtZMANWWwAEJLRU

দুবছর ধরে ধীরে ধীরে আকারে বেড়েছে মিলাপ। যুক্ত হয়েছেন আরও অনেক নতুন মানুষ। এমনকি আশেপাশের অনেক বাঙালিও ভিড় জমান দেশের বাংলার সংষ্কৃতির খোঁজে। তৃতীয় বছরে মিলাপ আকারে আয়তনে অনেকটাই বেড়েছে। এবছর দুদিন ধরে চলবে অনুষ্ঠান। প্রথম দিন অর্থাৎ আজ দেখানো হবে বাংলা ছবি। ‘গুমনামী’, ‘মিতিন মাসি’, ‘সত্যান্বেষী ব্যোমকেশ’,  ও  ‘মুখোমুখি’ এই চারটি ফিচার ফিল্ম দেখানো হবে আজ।

কাল অর্থাৎ ৭ ডিসেম্বর বসবে নাচ ও গানের আসর। রূপম ইসলামের সুরের মূর্ছনায় ভাসবে দুবাইয়ের বাঙালি সমাজ। পাশাপাশি থাকবেন অঞ্জন দত্ত, নীল দত্ত ও অমিত দত্তও। থাকছে সায়ন্তনী দত্তের নাচের অনুষ্ঠান।

তবে শুধু নাচ, গান দিয়েই পেট ভরানো নয়। ব্যবস্থা হয়েছে অঢেল ভূরিভোজেরও। সম্পূর্ণ অনুষ্ঠান সামলানোর দায়িত্ব রয়েছে পল্লবী চ্যাটার্জির উপর। অবশ্য বঙ্গ প্রবাসী মিলাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রসেনজিৎ চ্যাটার্জিও থাকছেন এই কদিন।

Niranjana Nag

সম্পর্কিত খবর