বাংলা হান্ট ডেস্কঃ উত্তাল বাংলাদেশ! বিগত বেশ কিছুটা সময় ধরে ওপার বাংলায় সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। দীর্ঘ টানাপোড়েন শেষ অবশেষে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন হাসিনা (Sheikh Hasina)। ইতিমধ্যেই বোন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন বলে খবর।
ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় আসছেন হাসিনা (Sheikh Hasina)?
সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার জন্য হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। তাঁকে ৪৫ মিনিট মতো দেওয়া হয়েছিল বলে খবর। এরপরেই তিনি পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর বোনকে নিয়ে ‘গণভবন’ ছেড়ে বেরিয়ে যান বলে খবর।
বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দেশ ছাড়ার আগে দেশবাসীর উদ্দেশে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা। তবে সেনাবাহিনীর তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। জানা যাচ্ছে, এবার ওপার বাংলার সেনার অধীনে তদারকি সরকার গঠন করা হতে পারে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের (Bangladesh) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাধারণ মানুষের উদ্দেশে ভাষণ দিতে পারেন।
আরও পড়ুনঃ বিধানসভায় নজিরবিহীন ঘটনা! এক সুর মমতা-শুভেন্দুর গলায়! তাহলে কি… তোলপাড় বাংলা!
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এদিন দুপুর ২:৩০টে নাগাদ একটি সামরিক হেলকপ্টারে চেপে বোনকে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সূত্রের খবর, তিনি পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। যদিও এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। এদিকে নয়াদিল্লির সঙ্গে হাসিনা যোগাযোগ করেছিলেন বলেও দাবি করা হয়েছে।
দিল্লির তরফ থেকে জানানো হয়, বাংলাদেশের আকাশসীমায় এদেশ থেকে কোনও বিমান পাঠানো হবে না। কারণ এর ফলে আইনের লঙ্ঘন হতে পারে। নয়াদিল্লির তরফ থেকে জানানো হয়, হাসিনাকে (Sheikh Hasina) ভারতে আসতে হবে। এরপর তাঁকে দিল্লি নিয়ে আসার বন্দোবস্ত করা হতে পারে। কিন্তু এদিকে আবার হেলিকপ্টারে চেপে ঢাকা থেকে দিল্লি অবধি যাওয়া যায় না। সেক্ষেত্রে হাসিনা কলকাতা বিমানবন্দরে নামতে পারেন। এরপর সেখান থেকে বিশেষ বিমানে করে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। কিছু কিছু সূত্রের দাবি, বাগডোগরা অথবা আগরতলা বিমানবন্দরেও নামতে পারেন হাসিনা।