ব্রিটানিয়ার পর ফের রাজ্যে আরেক কারখানায় ঝুলল তালা, রাতারাতি কর্মহীন কয়েকশো শ্রমিক

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চাকরির আকালের মাঝেই একের পর এক কারখানায় পড়ছে তালা। আর যার জেরে রাতারাতি কাজ হারাচ্ছেন শয়ে শয়ে শ্রমিক, কর্মচারী। একদিন আগেই তারাতলার জনপ্রিয় ব্রিটানিয়া বিস্কুট কারখানার (Company Shuts Down) ঝাঁপ পড়েছে। এবার সেই তালিকায় জুড়লো বর্ধমানের (Bardhaman) এক বেসরকারি কয়লা উত্তোলক সংস্থা।

শ্রমিকদের বেতন বকেয়া রেখেই রাতারাতি খনির কাজ বন্ধ করে হাপিস হয়ে গেল বেসরকারি কয়লা উত্তোলক সংস্থা (Private coal mine company)। যার জেরে কর্মহীন হয়ে পড়লেন কয়েকশো শ্রমিক। ঘটনাস্থল ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর কোলিয়ারি। ইসিএল সূত্রে জানা গিয়েছে, মোহনপুর খোলামুখ খনি থেকে কয়লা উত্তোলন করার জন্য ওই বেসরকারি সংস্থাকে ঠিকা দেওয়া হয়েছিল ৩ বছর আগে। এত দিন কয়লা উত্তোলন করছিল। প্রায় চারশো ঠিকা শ্রমিক নিয়োগ করে কাজ চলছিল।

ওই সংস্থার শ্রমিকেরা জানান, রোজকার মতো শনিবার সকালেও তারা কাজে আসেন। তবে এসে দেখেন ঠিকা সংস্থার অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলছে। কয়লা কাটার যন্ত্রপাতি, গাড়ি সব কিছুই হাওয়া। দেখা মেলেনি সংস্থার কোনো স্থায়ী শ্রমিক-কর্মীর। তৎক্ষণাৎ তারা সংস্থার আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে কোনোমতেই তা সম্ভব হয়নি। এরপরই সবটা বুঝতে পেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকেরা।

coal mine

আরও পড়ুন: ‘আইন কী..,’ তৃণমূল নেতার ভয়ে ৬ বছর স্কুলছাড়া শিক্ষক! এবার বড় নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের

বিক্ষোভের খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছায় ইসিএল কর্তৃপক্ষের একটি দল। তারা গোটা বিষয়তি তদন্ত করে দেখেন। সালানপুর এরিয়ার জিএম ওয়াইপিকে সিংহর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। শ্রমিকেরা জানান, তাদের তিন মাসের বকেয়া না মিটিয়ে পালিয়ে গিয়েছে সংস্থা। বকেয়া মেটানোর বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের তরফে ইতিবাচক আশ্বাস পেলে বিক্ষোভ থামান শ্রমিকেরা। তবে বকেয়া না মেটানো হলে ফের তারা পথে নামবেন বলে জানিয়েছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর