এই মুহূর্তে করোনা ভাইরাস পুরো ভারতবর্ষে ব্যাপক বিস্তার লাভ করছে। যার প্রভাব সবথেকে বেশি পড়েছে ক্রীড়াক্ষেত্রে। করোনা আতঙ্কের জন্য বিসিসিআই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে। এছাড়াও আগামী 15 ই এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। এবার করোনা কাঁটা বিঁধল ভারতের ঘরোয়া ক্রিকেটে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে করোনা ভাইরাসের জন্য এই মুহূর্তে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য সমস্ত ধরনের ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ থাকবে। কয়েক দিন পরেই ইরানি ট্রাফির ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারতের অবশিষ্ট একাদশ বনাম রঞ্জি ট্রাফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র, সেই ম্যাচ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মহিলাদের একদিনের টুর্নামেন্ট এবং চ্যালেঞ্জার টুর্নামেন্টও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
বোর্ডের তরফে জানানো হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে ঘরোয়া টুর্নামেন্টের পরবর্তী সূচী ঘোষনা করবে বোর্ড। ততদিন সমস্ত ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।