বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে ভারতে। এবার ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ চলা শুরু হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের। সোমবার থেকে এই স্টেডিয়ামের পথ চলা শুরু হয়ে গেল। মোতেরার এই নবনির্মিত স্টেডিয়ামের দর্শকাসন 1 লক্ষ 10 হাজার। এইদিন ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাপ্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

অনুষ্ঠান মঞ্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর পাশেই বসেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে একসাথে নব্বই হাজার দর্শক বসে ক্রিকেট ম্যাচ দেখতে পারতেন। আর এবার মেলবোর্নকে টপকে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসাবে আত্মপ্রকাশ করল ভারতের মোতেরার ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক সংখ্যা এক লক্ষ দশ হাজার অর্থাৎ মেলবোর্নের থেকে কুড়ি হাজার বেশি দর্শক আসন রয়েছে এই স্টেডিয়ামে।

848347932671fb203cd8d4a96851c1fe6c00218b

কয়েকদিন আগে এই স্টেডিয়াম এর ছবি দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি লিখেছিলেন ভারতবর্ষে এত বড় স্টেডিয়াম তৈরি হবে সেটা কখনোই ভাবেনি, ভারতবর্ষে এত বড় এবং উন্নত মানের স্টেডিয়াম দেখে সত্যি খুব ভালো লাগছে। এতে ভারতীয় ক্রিকেটের মান আরও অনেক গুণ বাড়বে বলেই আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।


Udayan Biswas

সম্পর্কিত খবর