‘সম্পূর্ণ রুপে প্রস্তুত থাকো’, লাদাখ সীমান্তে আদেশ এয়ার চিফ মার্শালের, হতে পারে বড় কিছু

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে ভারতের (india) সঙ্গে আলোচনায় যুক্ত থাকার সঙ্গে সঙ্গেই অন্যদিকে, এলএসিতে নিজেদের শক্তি বাড়াতে নিযুক্ত রয়েছে চীন (china)। এই পরিস্থিতিতে লাদাখের পাহারায় থাকা ওয়েস্টার্ন এয়ার কমান্ডকে যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে, লাদাখের সীমান্ত এলাকায় চীনের বিরুদ্ধে প্রস্তুত থাকার জন্য ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রশংসা করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া (iaf chief bhadauria)।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া নির্দেশ দিয়েছেন, সমস্ত প্ল্যাটফর্ম, অস্ত্রশস্ত্র নিয়ে সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। লাদাখ অঞ্চল এবং উত্তর ভারতের বেশ কয়েকটি অংশকে সুরক্ষা প্রদান করবে ওয়েস্টার্ন এয়ার কমান্ড- এমনটাও জানিয়েছেন তিনি।

22sd3

শুক্রবার আলোচনায় তিনি আরও বলেন, দেশের উত্তর সীমান্তে ওয়েস্টার্ন এয়ার কমান্ডরা কিভাবে প্রতিকূলতার সঙ্গে দেশের সুরক্ষা করে চলেছে। এই অংশে অপারেশনাল প্রস্তুতি বাড়াতে এবং পাশাপাশি একটি শক্তিশালী শারীরিক ও সাইবার সুরক্ষা অবকাঠামো তৈরির আহ্বানও জানিয়েছন তিনি।

পূর্ব লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষের পর থেকেই সেখানে ভারতীয় বিমানবাহিনী সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার এবং মেরাজ ২০০০ এর মতো প্রায় সমস্ত ফ্রন্টলাইন যোদ্ধাকে মোতায়েন করা হয়েছে। ওয়েস্টার্ন এয়ার কমান্ডের ফ্লাইট সুরক্ষা রেকর্ডের প্রশংসা করার পাশাপাশি তিনি নিরাপদে অপারেটিং পরিবেশের জন্য সকল কমান্ডারকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর