পুজোয় দারুণ অফার, বিনামূল্যে গ্রাহকদের 5GB ডেটা দিচ্ছে Airtel! এভাবে নিন সুবিধা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল (Bharti Airtel)। একটা সময় ছিল যখন এয়ারটেল নিজেই সারাদেশে দাপট দেখাতো। টেলিকম ইন্ডাস্ট্রিতে রিলায়েন্স জিওর (Jio) প্রবেশের পর এয়ারটেল কিছুটা হলেও গ্রাহক সংখ্যা হারায়। তবে প্রতিদিনই এয়ারটেল তার গ্রাহকদের জন্য নিয়ে আসছে নিত্য নতুন অফার। এবার পুজোর আগে নতুন গ্রাহক টানতে এই টেলিকম সংস্থা নিয়ে এসেছে একটি দারুণ অফার। একটি নিয়ম মানলেই নতুন এয়ারটেল গ্রাহকরা পেয়ে যাবেন বিনামূল্যে পাঁচ জিবি ডেটা। কিন্তু কিভাবে আপনি এই বিনামূল্যে ডেটার সুবিধা পাবেন? জেনে নিন নিচে।

বিনামূল্যে পাঁচ জিবি ডেটা পেতে গেলে আপনাকে নিচের নিয়মগুলি পালন করতে হবে:

• এয়ারটেল এই বিনামূল্যে পাঁচ জিবি ডেটা শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই দিচ্ছে। বিনামূল্যে এই ডেটার সুবিধার নিতে গেলে আপনাকে একটি নতুন এয়ারটেল কানেকশন নিতে হবে।

• নতুন এয়ারটেল কানেকশন নেওয়ার পর আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এয়ারটেল থ্যাংকস অ্যাপ।

• এয়ারটেল থ্যাংকস অ্যাপ এ লগইন করে এবার আপনাকে যেতে হবে কুপন সেকশনে। অ্যাপে লগ ইন করার পর আপনাকে সিলেক্ট করতে হবে ফ্রি ডেটা কুপন অপশন।

• এখানে আপনি পাঁচটি ভিন্ন এক জিবি ডেটার কুপন দেখতে পাবেন।

• প্রত্যেকটি কুপন নেওয়ার জন্য আপনাকে প্রত্যেকবার নতুন নম্বর থেকে লগইন করতে হবে।

• বিনামূল্যে পাওয়া এই ডেটার বৈধতা ৯০ দিন।

এয়ারটেল এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিনামূল্যে ডেটার সুবিধার শুধুমাত্র নতুন গ্রাহকরাই পাবেন। এই অফারটি বর্তমান অর্থাৎ পুরনো গ্রাহকদের জন্য বৈধ নয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X