বাঙালি বিরোধী তকমা পাওয়া পবন সিংকে কালীপুজোয় আমন্ত্রণ TMC বিধায়কের! বেকায়দায় সবুজ বাহিনী

বাংলা হান্ট ডেস্ক : বুমেরাং! এবার শাসকদল তৃণমূলের আমন্ত্রণ পেলেন বিহার কা লাল, ‘সেই’ ভোজপুরি গায়ক পবন সিং (Paban Singh)। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। একসময় যে দল তাকে কোন ঠাসা করতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য রীতিমত তৎপর হয়ে ওঠে। সেই দলেরই এখন স্নেহভাজন ব্যক্তি পবন সিং (Paban Singh)! কিন্তু কিভাবে? আসলে কালীপুজো উপলক্ষে আসানসোলের জামুড়িয়া বিধায়ক হরে রাম সিং ভোজপুরি গায়ক পবনকে (Paban Singh) আমন্ত্রণ জানিয়েছেন। পবনও (Paban Singh) সাদরে সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। কিন্তু হঠাৎ করে শাসকদলের এমন ভোলবদলের কারণ কি? এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

পবন সিংকে (Paban Singh)  কালীপুজোয় আমন্ত্রণ TMC বিধায়কের

এই তো কিছু মাস আগের ঘটনা, যখন দেশজুড়ে চলছে লোকসভা ভোটের লড়াই। বিশেষ করে এই ভোটে বাংলার বিরোধি দল তথা দেশের শাসকদল বিজেপির টার্গেট ছিল পশ্চিমবঙ্গ। আর সেখানে প্রার্থী তালিকায় চমক হিসেবে ছিল পবন সিংয়ের নাম। পশ্চিমবঙ্গের আসানসোল থেকে লোকসভা ভোটে বিজেপির হয়ে লড়াই করার টিকিট পেয়েছিলেন জনপ্রিয় ভোজপুরি এই গায়ক।

কিন্তু সেইসময় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং এ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়ান। শাসকদলের নেতা-মন্ত্রীরা তাকে নারী বিদ্বেষী, বাংলা বিদ্বেষী বলে আক্রমণ করতে শুরু করেন। শুধু বাবুলই নন, তৃণমূলের তরফে একাধিক নেতা থেকে মুখপাত্র পবনের বিরুদ্ধে সরব হন। মনে করা হয় এর ফলেই বিহার কা লাল পবন সিং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

মাঝে বিতর্ক থামলেও এবার নয়া ইস্যুতে শিরোনামে পবন। লোকসভা ভোট কাটার কিছু মাস পর পরই শাসকদলের দেখা যাচ্ছে অন্য আরেক রূপ। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, পবন সিং নিজের মুখে বলছেন তিনি কালীপুজো উপলক্ষে আসানসোলে আসতে চলেছেন। ভিডিওতে তিনি জানিয়েছেন, “নমস্কার বাংলা, আমি পবন সিং আমি আসতে চলেছি আপনার শহর আসানসোলে। জামুড়িয়া বিধানসভার বিধায়ক শ্রী হরে রাম সিং এবং পুত্র প্রেমপাল সিংয়ের নিমন্ত্রণে, আগামী ৩রা নভেম্বর সন্ধ্যে ৭টায় বহুলায় আসতে চলেছি।”

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার ভুলে যাবেন! রাজ্যের এই প্রকল্পে মিলছে ৮০০০ টাকা, কারা কারা পাবেন?

আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সকলের মনে উঠছে প্রশ্ন। যে আসানসোলে বিজেপি প্রার্থী হতে না দেওয়ার জন্য শাসকদল পবন সিংকে কদর্য ভাষার মন্তব্য করতে থাকে। সেই আসানসোলে কিভাবে শাসকদলের নেতাই কালীপুজো উপলক্ষে নিমন্ত্রণ করতে পারে? নাকি সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বলেই এমন রং বদল শাসকদলের। হয়তো আগামী বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে পবন সিংকে দেখা যেতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে।

Paban Singh

এমনকি সাম্প্রতিককালে এই ভোজপুরি গায়কের নামে উঠে এসেছে বিরাট অভিযোগ। পবন সিংয়ের নামে এক মহিলা ইউটিউবার হত্যার হুমকি তুলে এফআইআর দায়ের করেছেন বলে সূত্রের খবর। জানা যায়, পবন সিংয়ের নাম করে চারজন ব্যক্তি ওই মহিলা ইউটিউবারের গাড়ি আটকে হত্যার হুমকি দেয়। এই বিষয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন, সেই সাথে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে ইমেইলের মাধ্যমে তার নিরাপত্তা রক্ষার জন্য অনুরোধও করেন। যদিও এই বিষয়টি কতটা সত্য সে বিষয়ে বিশেষ তথ্য পাওয়া যায়নি। তবে এরই মাঝে ‘বিতর্কিত’ গায়ক পবনকে কালীপুজোর আমন্ত্রণ জানিয়ে এবার চরম অস্বস্তিতে বঙ্গ শাসকদল তৃণমূল।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর