বাংলা হান্ট ডেস্ক: শুরু হতে চলেছে IPL (Indian Premier League)-এর প্লে-অফের পর্ব। যার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা (Kolkata Knight Riders) এবং হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এদিকে, মঙ্গলবার সম্পন্ন হতে চলা ওই ম্যাচের আগেই সুখবর পেল KKR। মূলত, ইতিমধ্যেই KKR শিবির ছেড়ে দেশে ফিরে গিয়েছেন ফিল সল্ট। এমতাবস্থায়, তাঁর অনুপস্থিতিতেই প্লে-অফের লড়াইতে নামবে কলকাতা।
তবে, আরও এক বিদেশি খেলোয়াড়কে ঘিরে শুরু হয়েছিল সংশয়। মূলত, আন্দ্রে রাসেল দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে যাবেন কিনা সেই বিষয়ে চলছিল জল্পনা। তবে, এবার জানা গিয়েছে যে, IPL শেষ হওয়ার পর্যন্ত KKR-এর হয়েই খেলবেন রাসেল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী T20 বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ আগামী ২৩, ২৫ ও ২৬ মে T20 ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
এদিকে, বিশ্বকাপের দলের সুযোগ পাওয়ায় ওই সিরিজ খেলার কথা ছিল রাসেলের। তবে, শেষ পর্যন্ত জানা গিয়েছে যে তিনি KKR-এর হয়েই বাকি ম্যাচগুলি খেলবেন। এছাড়াও, রাসেলের পাশাপাশি শারফের রাদারফোর্ডও KKR-এ থাকছেন বলে জানা গিয়েছে। তবে, ওয়েস্ট ইন্ডিজের আরও এক তারকা ক্রিকেটার সুনীল নারিনকে নিয়ে এই বিষয়ে কোনো চিন্তা ছিল না। কারণ, তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে দেশের হয়ে নারিন T20 বিশ্বকাপ খেলবেন না।
আরও পড়ুন: আরও ভরে উঠবে কেন্দ্রীয় সরকারের কোষাগার! মিলবে ১ লক্ষ কোটি, দিচ্ছে কে?
এমতাবস্থায়, বর্তমানে IPL খেলা ওয়েস্ট ইন্ডিজের বাকি ক্রিকেটারেরাও দেশে ফিরছেন না বলে জানা গিয়েছে। যার পরিপ্রেক্ষিতে, রাজস্থান রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার সহ RCB আলজারি জোসেফকে নিজেদের সাথে পাবে। এছাড়াও, নিকোলাস পুরান থেকে শুরু করে শাই হোপের মতো ক্রিকেটারদের IPL সফর শেষ হয়ে গেলেও তাঁদের বিশ্রাম দেওয়ার কারণে তাঁরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না।
আরও পড়ুন: পুলওয়ামা হামলার পর ব্যবসা প্রভাবিত হওয়ায় ভারতের দিকেই আঙুল তুলল পাকিস্তান! জানাল….
প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরে T20 বিশ্বকাপ সম্পন্ন হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। নির্ধারিত সুচি অনুযায়ী, আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই, দেশের মাটিতে কাপ জিততে চাইছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। পাশাপাশি, তাঁদের অনেকেই এখন ফর্মে রয়েছেন। IPL-এ খেলার মাধ্যমে তাঁরা নিজেদেরকে ঝালিয়ে নিতে চাইছেন। এদিকে, IPL শেষ হলেই দেশে ফিরে যাবেন ক্রিকেটাররা।