নিজে দ্বাদশ পাশ, এক সময় রিকশা চালাতেন, আজ তিনিই চাকরি দিচ্ছেন IIT, IIM পাশদের

বাংলাহান্ট ডেস্ক: ভারতে স্টার্ট আপ সংস্কৃতির (Startup culture) খুবই প্রচলন ঘটেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনব ব্যবসার ধারণা নিয়ে অল্পবয়সি উদ্যোগপতিরা শুরু করছেন তাঁদের স্টার্ট আপ। এগুলির মাধ্যমে তাঁরা দেশে কর্মসংস্থান বাড়াতে সাহায্য করছেন। একইসঙ্গে লাভবান হচ্ছেন সাধারণ মানুষও। আজ আপনাকে এমন একজনের কথা বলব যাঁর জীবনযাত্রার ব্যাপারে জানলে মাথা ঘুরে যাবে। এই ব্যক্তির নিজের পড়াশোনা মাত্র দ্বাদশ শ্রেণি অবধি। কিন্তু তাঁর সংস্থা দেশের আইআইটি-আইআইএম থেকে কর্মীদের নিযুক্ত করছে। এমনকী, তাঁর সংস্থার সঙ্গে রয়েছে টাটার যোগও।

বিহারের একটি কোটি টাকার স্টার্ট আপের প্রতিষ্ঠাতা এবং সিইও হলেন দিলখুশ কুমার। তাঁর সংস্থার নাম ‘রোডবেজ’ (Rodbez)। এটি আসলে ইংরেজি শব্দ ‘রোডওয়েজ’ থেকে এসেছে। এই ইংরেজি শব্দের বিহারি প্রতিশব্দ হল ‘রোডবেজ’। প্রথমে এই সংস্থার নাম শুনলে মনে হবে বুঝি ওলা বা উবেরের মতো কোনও স্টার্ট আপ। কিন্তু এখানেই অনেকটা আলাদা দিলখুশের ধারণা। 

আসলে রোডবেজ একটি ডেটাবেস সংস্থা। ওলা বা উবেরের মতো সোজাসুজি ক্যাব পরিষেবা দেয় না তারা। বরং তথ্যের মারফত গ্রাহকদের সঙ্গে ক্যাব চালকদের যোগাযোগ করিয়ে দেয়। এর মাধ্যমে মানুষ ৫০ কিলোমিটারের বেশি দূরত্বে যাতায়াতের জন্য সহজেই ট্যাক্সি পেতে পারেন। এই যুগান্তকারী পরিকল্পনা যাঁর মাথায় এসেছিল, সেই দিলখুশের জীবনের রাস্তা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। 

দিলখুশ কুমার বিহারের সহর্সা জেলার বাসিন্দা। সব সময়েই একটি স্টার্ট আপ খুলতে চেয়েছিলেন তিনি। পরিবারের আর্থিক পরিস্থিতির কারণে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। দ্বাদশ শ্রেণি অবধি পড়াশোনা করে নিজেই ট্যাক্সি চালাতে শুরু করেন দিলখুশ। শুধু তাই নয়, এক সময় পটনায় সবজিও বিক্রি করেছেন। একটি সংস্থার নিরাপত্তা রক্ষীর ইন্টারভিউ দিয়েছিলেন। কিন্তু সেখানে সুযোগ পাননি। এছাড়াও দিল্লির রাস্তায় রিকশাও চালিয়েছেন রোডবেজ সংস্থার মালিক।

দিলখুশের হাত ধরে শুরু হয় রোডবেজের পথচলা। একটি সেকেন্ড হ্যান্ড টাটা ন্যানো দিয়ে দিলখুশ শুরু করেন তাঁর স্টার্ট আপ। মাত্র ৬-৭ মাসেই ভাল ব্যবসা করতে শুরু করে তাঁর সংস্থা। দিলখুশের সংস্থা ৪ কোটি টাকার একটি বিনিয়োগ পায়। বর্তমানে তারা পটনা থেকে বিহারের প্রতিটি গ্রামেই ট্যাক্সি পরিষেবা দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ১২ পাশ দিলখুশের সংস্থায় আজ আইআইটি এবং আইআইএম থেকে পাশ করা কর্মীরা চাকরি করেন। শুধু তাই নয়, রোডবেজ তাদের চালকদেরও ভাল বেতন দেয়। মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন পান তাঁরা। 

Subhraroop

সম্পর্কিত খবর