বিকানের এক্সপ্রেস দুর্ঘটনা: চালককে আগেই সতর্ক করেছিলেন স্টেশন মাস্টার, প্রকাশ্যে এল কল রেকর্ড

বাংলাহান্ট ডেস্ক : দোমহনি্র বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনার আগেই চালককে সতর্ক করেছিলেন স্টেশন মাস্টার। সামনে এলো সেই ফোন কলের রেকর্ডিংই। যদিও সেই রেকর্ডিংটির সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

গত ১৩ জানুয়ারি ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত হয় বিকানের এক্সপ্রেস। একাধিক বগি একটির উপর আরেকটি উঠে গিয়ে প্রাণ হারান ৯ জন। ভয়াবহ এই দুর্ঘটনার পিছনে অবশ্য ট্রাকশন মোটর খুলে যাওয়াকেই দায়ি করা হয়েছিল। কিন্তু এবার প্রকাশ্যে এলো একটি কল রেকর্ডিং। যাতে স্টেশন মাস্টারকে চালককে সতর্ক করতে শোনা গেছে।
কল রেকর্ডটিতে হওয়া কথোপকথন নিম্নরূপ
চালক : ‘কোথায় স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে? ‘
স্টেশন মাস্টার : ‘একটা স্পার্ক দেখা যাচ্ছিল কিন্তু পরে আর কিছু বোঝা যাচ্ছে না’।
চালক : ‘আমি হয়ত ব্রেক কষেছি বলেই ওই স্পার্ক হয়েছে’

এরপরই স্টেশন মাস্টার চালকে বলেন ট্রেন নিয়ে এগিয়ে যেতে। ওই কথোপকথনে কাউকেই ট্রেন থামানোর কথা বলতে শোনা যায়নি।
যদিও স্টেশন মাস্টার জোর দিয়ে ট্রেন থামানোর কথা বললে হয়ত এড়ানো যেত এই দুর্ঘটনাটি। কিন্তু অনেকের মতে, নিশ্চিত না হয়ে ট্রেন থামিয়ে দিতে বললে সাসপেন্ড অবধি হতে পারতেন স্টেশন মাস্টার। তাই তিনি ঝুঁকি নিয়ে ট্রেন থামানোর কথা বলতে পারেননি।
ট্র‍্যাকশন মোটর খুলে যাওয়াতেই ওই স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

2b8712ce 74af 11ec 9427 36667445a51d 1642106044899

পুরো ঘটনাটিতে রেলের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের নেতা মন্ত্রী সহ একাধিক তৃনমূল নেতাও। তাঁদের দাবি রেলের চুড়ান্ত গাফিলতি এবং পুরোনো বগি ব্যবহারের কারণেই এত ভয়াবহ রূপ নেয় দুর্ঘটনাটি। এই প্রেক্ষিতে গাফিলতির সমস্ত দায় অবশ্য স্বীকার করেছে রেল। রেল দুর্ঘটনায় পিছনে যে রেলেরই বড়সড় ত্রুটি এবং গাফিলতি ছিল এমনটিই জানিয়েছেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার সিং। পুরো ঘটনাটির তদন্ত করছে কমিশনার অফ রেলওয়ে সেফটি।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর