স্বামীর সাথে দুরন্ত প্রেম বিপাশা বসুর, ভাইরাল হল ভিডিও

বলিউডে এক কালে দাপিয়ে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সাথে তার রূপ আর যৌবনের বাজিতে মাত দিয়েছেন অসংখ্য ভক্তদের। তিনি হলেন হট এন্ড সিজলিং বিপাশা বাসু। অবশ্য চার বছরে আগে তিনি নিজের কেরিয়ার থেকে স্বল্প বিরতি নিয়ে বিয়ে করেন অভিনেতা করন সিং গ্রভারকে।

আর আজ তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। তাই ভক্তদের উদ্দেশে বিপাশা বসু এবং করণ সিং গ্রভার ইনস্টাগ্রামে একটি সুন্দর ভিডিও আপলোড করেন।মাঝে মাঝেই ফিটনেসের নানারকম ভিডিও আপলোড করেন বিপাশা বাসু । বেশ কিছুদিন আগেও এই দম্পতিকে মালদ্বীপে ছুটি কাটাতে দেখা গেছিলো। সেখানেও সুন্দর বেশ কিছু মুহূর্ত তারা ভক্তদের উদ্দেশ্য তুলে ধরে ছিলেন। এছাড়াও মাঝেমধ্যেই স্বামীর সঙ্গে নানারকম সুন্দর মুহূর্তের ছবি আপলোড করে থাকেন বিপাশা বাসু।

https://www.instagram.com/p/B_lfGzLjOpB/?igshid=y47wzmsry1by

বিয়ের পর থেকেই বিপাশাকে তেমন ভাবে রুপোলি পর্দায় দেখতে পাওয়া যায় না। অনেকের মতে তিনি এখন জমিয়ে সংসার করছেন। ২০১৬ সালের পর থেকেই তাকে আস্তে আস্তে সিনেমার জগত থেকে সরতে দেখা গেছিলো। আর বেশ কিছু দিনে আগেই তিনি নিজেই জানান করণ সিং এর সাথে তার ছবিতে ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য নিয়ে অভিনয় করার সময় সে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর সেখান থেকেই প্রেম প্রণয় বিয়ে পর্যন্ত গড়ায়। আর দেখতে দেখতে কেটে গেলো বিবাহিত জীবনের প্রায় সুন্দর চারটে অধ্যায়।

আর এই ভিডিও আপলোড করার সাথে সাথেই বেশ জনপ্রিয় হয়েছে। সারা ভারতে এখন লক ডাউন চলছে সেই কারণে ভক্তদের উদ্দেশ্যে লকডাউনের মধ্যেও তিনি নানান মোটিভেশানাল ভিডিও আপ করেছেন বহুবার।

সম্পর্কিত খবর