মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই একি কাণ্ড! ডুয়ার্সে সবুজের বদলে গেরুয়া আবিরের ঝড়

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েতের প্রচারে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার শুরু হয়েছে তৃণমূল সুপ্রিমোর উত্তরবঙ্গ সফর। আর এরই মধ্যে ডুয়ার্সে উত্তোলিত হল বিজেপির (BJP) পতাকা। ভোটের আগেই মেটেলি ব্লকের মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতের ২১/৮ নম্বর সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল গেরুয়া শিবির।

একদিকে উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী আর এরই মধ্যে সেই ডুয়ার্সেই উড়লো গেরুয়া আবির। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে জয় পেয়ে আবির খেলেন দলের কর্মী-সমর্থকরা। উত্তরবঙ্গে বিজেপির গোড়া অনেকটাই শক্ত। আর এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে স্বাভাবিকভাবেই খুশি দলের সকলে।

সূত্রের খবর, বিজেপি সমর্থিত পঞ্চায়েত প্রার্থী ধনরাজ তামাং মেটেলির ওই আসনে জয়লাভ করেছেন। মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর আসনে তিনি এবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেন তিনি। উল্লেখ্য, এই আসনটি শুধুমাত্র তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত।

বিজেপি প্রার্থী দিলেও শাসকদল তৃণমূল কংগ্রেস সহ অন্য আর কোনও রাজনৈতিক দলই এই আসনে প্রার্থী দিতে পারেনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন ওই আসনের একমাত্র বিজেপি প্রার্থী ধনরাজ তামাং।

bjp tmc

এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ শাসকদল। যদিও তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, “এই বিষয়ে কিছু জানা নেই। খোঁজ নিয়ে জানাব।” প্রসঙ্গত উল্লেখ্য, ওই মেটেলি গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সবিতা বিশ্বকর্মা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর