বাংলাহান্ট ডেস্ক: ৪ দফার মোট ১৪৮ টি আসনে প্রার্থী ঘোষনা করেছে বিজেপি (bjp)। আগের বারের মতো এবারেও প্রার্থী তালিকায় রয়েছে তারকার নাম। প্রার্থী হচ্ছেন রুদ্রনীল ঘোষ (rudranil ghosh), কৌশিক রায় (koushik roy), পার্নো মিত্ররা (parno mitra)। বেহালা পশ্চিম থেকে লড়ছেন শ্রাবন্তী চ্যাটার্জি।
দীর্ঘ জল্পনা কল্পনার পর বিজেপিতে যোগ দেন রুদ্রনীল ঘোষ। প্রথমে শোনা গিয়েছিল হাওড়া শিবপুর থেকে প্রার্থী হবেন তিনি। কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে নাম ঘোষনা করা হয় তাঁর। রুদ্রনীল নিজেও প্রথমে শিবপুর থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এর আগে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে এক বেসরকারি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে অভিনেতা জানান, যদি দল থেকে তাঁকে সুযোগ দেওয়া হয় তবে অবশ্যই তিনি ভোটে দাঁড়াবেন। আর দাঁড়ালে তাঁর ইচ্ছা নিজের জন্মস্থান হাওড়া থেকেই দাঁড়াবার। গুঞ্জন উঠেছিল হাওড়ার শিবপুর থেকে নকি ভোটে দাঁড়াতে চলেছেন তিনি। রুদ্রনীল এই প্রসঙ্গে জানান তিনি হাওড়ার ছেলে বলেই এমন খবর চাউর হয়েছে।
এবার ভবানীপুর থেকে ভোটে লড়া নিয়ে রুদ্রনীল বলেন, শিবপুরের তুলনায় ভবানীপুরে লড়াই অনেক কঠিন। আর সেটাই তাঁকে করে দেখাতে হবে। শিবপুরে দাঁড়ালে অনেক চেনাজানা মানুষের সঙ্গে দেখা হতো। কিন্তু এটা দলের সিদ্ধান্ত বলে জানান রুদ্রনীল।
উত্তরবঙ্গের ময়নাগুড়ির বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অভিনেতা কৌশিক রায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা কৌশিক রায়। বিজেপির রাজ্য অফিসে কৌশিকের হাতে পার্টির গেরুয়া পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।
নির্বাচনের আগে হঠাৎ বিজেপিতে যোগদান নিয়ে ‘সৌজন্য’ বলেন, দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। অনেক জায়গায় থেকে প্রস্তাবও পাচ্ছিলেন। কিন্তু মনস্থির করে উঠতে পারেননি এতদিন। অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন। মানুষের পাশে থাকতেই বিজেপিতে যোগ দিয়েছেন বলেই জানান কৌশিক।
২০১৯ এই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। বরানগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন অগ্নিমিত্রা পল।