‘নাম বদলে প্রকল্প চুরি মমতার’! বাজেটের দিন তুলকালাম বাধাল বিজেপি বিধায়করা

বাংলাহান্ট ডেস্ক : গোলযোগ যেন থামছেই না বিধানসভায়। এদিনও বাজেট অধিবেশনকে কেন্দ্র করে কার্যতই তোলপাড় বিধানসভার সভা কক্ষ। বাজেটের বিরোধিতা করে সভা গৃহ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে বিক্ষোভও।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়া শুরু করার কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। শুরু হয় হুলুস্থুল কান্ড। বিধানসভা ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। এদিন শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানান যে, ‘এই বাজেটে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয়। এই বাজেটে কেন্দ্র সরকারের সব প্রকল্পগুলিকে নাম বদলে নিজেদের নামে চালাচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রের জলজীবন মিশনকে ‘জলস্বপ্ন’ নাম দেওয়া হয়েছে। এত বড় অসত্য কথা শুনে বেরিয়ে এসেছি আমরা।’

শুভেন্দু আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর রেশনকে বলছে মমতার রেশন। বাংলার মানুষকে টুপি পরানো বাজেট হয়েছে। বার্ধক্যভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা,আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্পের নাম বদলে রাজ্যের প্রকল্প বলে দাবি করা হচ্ছে। বাজেটে কোথাও কর্মসংস্থানের কথা নেই। উত্তরবঙ্গ উন্নয়নের কথা নেই। জঙ্গলমহল উন্নয়নের কথা নেই। নদী বাঁধ ভাঙনের কথাও নেই। রাজ্যের সব জুটমিলই বন্ধ। সরকার দেউলিয়া হয়ে গেছে। ভাতার ক্ষেত্রে ১০০০ টাকার ক্ষেত্রে ৮০% অর্থাৎ ৮০০ টাকা দেয় কেন্দ্র। বাকি ২০০ টাকা দেয় রাজ্য।’

প্রসঙ্গত, বুধবার শহরে এসে প্রকল্পের নাম বদল নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় জল মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। তাঁর দাবি, কেন্দ্রের দেওয়া টাকা দিয়ে নাম বদলে নিজেদের নামে প্রকল্প চালাচ্ছে রাজ্য। আর এর ফলে সেই প্রকল্পের সম্পুর্ণ বাহবা সম্পুর্ণই কুড়োচ্ছে মমতার সরকার। এদিন তিনি বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্য নিজের নামে চালালে তা সহ্য করা হবে না। এরকম চলতে থাকলে রাজ্যকে আর কোনও টাকা দেবে না কেন্দ্র।’ সম্পুর্ণ অভিযোগটি শুভেন্দু অধিকারীর কাছ থেকেই পেয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রীমশাই। মন্ত্রীর পর এবার এক সুরে শুভেন্দুরও সরব হওয়ায় জল ঘোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর