বিয়ের পরেই একমাত্র সন্তানের মৃত্যু! ত্রিপুরার আশ্রমে গিয়ে রিঙ্কুর জন্য কী চাইলেন দিলীপ ঘোষ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মাসখানেক আগে সাত পাকে বাঁধা পড়েছেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন রিঙ্কু মজুমদারকে (Rinku Majumdar)। তারপর থেকেই নবদম্পতির জীবনে একের পর এক ঝড় আসছে! সপ্তাহখানেক আগে একমাত্র সন্তানকে হারিয়েছেন দিলীপ পত্নী। এবার ত্রিপুরার আশ্রমে গিয়ে স্ত্রীয়ের জন্য আশীর্বাদ চেয়ে নিলেন পদ্ম নেতা।

বৃহস্পতিবার শান্তিকালী আশ্রমে যান দিলীপ-রিঙ্কু (Dilip Ghosh)

বিয়ের আনন্দের রেশ পুরোপুরি কাটার আগেই একাধিক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ঘোষ দম্পতি। প্রথমে দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিতর্ক। তারপরেই রিঙ্কুর প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয়ের অকালমৃত্যু। সেই ধাক্কা কিছুটা সামলে সদ্য বিবাহিতা স্ত্রীকে সঙ্গে নিয়ে ত্রিপুরা সফরে গিয়েছেন বিজেপি নেতা। বৃহস্পতিবার সকালে শান্তিকালী মন্দিরে যান সস্ত্রীক দিলীপ। রিঙ্কুর কষ্ট লাঘবের জন্য প্রার্থনা করেন তিনি।

এদিন আগরতলার আশ্রমে ‘পদ্মশ্রী’ সম্মানপ্রাপ্ত স্বামী চিত্ত মহারাজের কাছে আশীর্বাদ নিতে চান দিলীপ-রিঙ্কু। স্ত্রীকে দেখিয়ে বিজেপি নেতা বলেন, ‘আশীর্বাদ করুন। ও জীবনে অনেক কষ্ট পেয়েছে। একমাত্র সন্তান ছিল। কয়েকদিন আগে মারা গিয়েছে’।

আরও পড়ুনঃ রাজ্যে ফের তৃণমূল ভার্সেস তৃণমূল! সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ছুটলেন শাসকদলেরই কাউন্সিলররা

হাত জোড় করে পাশে দাঁড়িয়ে থাকা দিলীপ-পত্নী তখন বলেন, ছেলের প্রয়াণের পর সবে ৮ দিন হয়েছে। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ এরপর বলেন, ‘আপনার কাছে ছুটে এসেছি। যাতে বাকি জীবনটা শান্তিতে চলে, আশীর্বাদ করুন। পারিবারিক জীবনে যেন দায়িত্ব পালন করতে পারি। রাষ্ট্রের প্রতি যেন দায়িত্ব পালন করতে পারি’।

Dilip Ghosh

উল্লেখ্য, গত এপ্রিল মাসে দিলীপ- রিঙ্কুর চার হাত এক হয়েছিল। বিয়ের এক মাসের মধ্যেই একের পর এক ধাক্কা খেয়েছেন এই নবদম্পতি। সৃঞ্জয়ের অকালমৃত্যুর পর রিঙ্কুর পাশাপাশি ভেঙে পড়েছিলেন দিলীপও (Dilip Ghosh)। বিজেপি নেতার মুখে শোনা যায় ‘পুত্র শোকে’র কথা। আপাতত সেই যন্ত্রণা বুকে চেপেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন ঘোষ দম্পতি। আজ সকালে শান্তিকালী আশ্রমে গিয়ে আশীর্বাদ চেয়ে নিলেন দু’জনে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X