বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence) নিয়ে বর্তমানে সরগরম বাংলা। এই ইস্যুতে শাসকদলকে মুহুর্মুহু আক্রমণ করছে বিরোধীরা। এমতাবস্থায় সুর চড়ালেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যে আফস্পা আইন জারি করার হুঁশিয়ারি দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন দিলীপ (Dilip Ghosh)!
গত শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি নেতা। এরপর থেকেই ফের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। গতকালই খড়্গপুরের উদ্দেশে রওনা দেন তিনি। রবিবার সকালে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে আফস্পা জারির হুঁশিয়ারি দেন দিলীপ। তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন? তাঁর হাতে প্রশাসন, সরকার রয়েছে। তাঁর পদক্ষেপ নেওয়া উচিত’।
দিলীপ এদিন বলেন, ‘এত কঠিন সময়ে এলাকা পরিদর্শন করায় আমি রাজ্যপালকে ধন্যবাদ জানাব। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, যার নির্দেশে এই ঘটনা ঘটেছে, তিনি বিয়েতে যোগ দিতে যাচ্ছেন… তিনি এমন বক্তৃতা দেন যেখানে অপরাধীদের ‘শান্তিদূত’ বলে সম্বোধন করেন… আমাদের বিজেপি বিধায়করা সেখানে ত্রাণ দিতে যাচ্ছেন, তবে তাঁদের থামিয়ে দেওয়া হচ্ছে… জনগণের কাছে মৌলিক সুযোগ-সুবিধাও নেই’।
আরও পড়ুনঃ সোম থেকে ফের পুড়বে বাংলা! ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে তাপমাত্রা! বৃষ্টি নিয়ে ‘খারাপ খবর’
এরপরেই বিজেপি নেতার প্রশ্ন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন? তাঁর হাতে প্রশাসন, সরকার রয়েছে। তাঁর পদক্ষেপ নেওয়া উচিত… একটি ভাইরাল ভিডিওয় আমরা দেখেছি, দাঙ্গার আগে তাঁর নিজের লোকেরাই জনসাধারণকে উস্কাচ্ছিল। তাঁদের ধরা উচিত। নাহলে এনআইএ আসবে, তদন্ত করবে ও সবাইকে গ্রেফতার করবে। আর তারপর বাকি জীবনটা সেখানেই (জেলে) কাটানো হবে ও আফস্পা আইন জারি করা হবে’।
উল্লেখ্য, গত সপ্তাহের শুক্রবার থেকে সংবাদের শিরোনামে রয়েছে মুর্শিদাবাদ। শনিবার হিংসা বিধ্বস্ত ‘নবাবের শহরে’ গিয়েছিল জাতীয় মহিলা কমিশন। একইদিনে এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সেই নিয়েই মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলায় আফস্পা জারি করার হুঁশিয়ারি দেন তিনি।