বাংলা হান্ট ডেস্ক : এই মুহুর্তে তোলপাড় গোটা দেশ। দিল্লি ও মুম্বইতে মঙ্গলবার বিবিসির (BBC) দফতরে পর পর হানা দেয় ভারত সরকারের আয়কর দফতর। এই ঘটনা নিয়ে গোটা দেশে শোরগোল শুরু হয়েছে। এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Nrendra Modi) ঘিরে বিবিসির এক তথ্যচিত্র নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় দেশে।
প্রসঙ্গত, ২০০২ সালে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি, সেই সময়ে গুজরাটে চলা হিংসার নানান দিক ওই তথ্যচিত্র ঘিরে বিতর্ক তুলেছে। এই তথ্যচিত্র প্রদর্শন ঘিরেও দেশজুড়ে শোরগোল হয়। এরপর মঙ্গলবার ভারতে বিবিসির বিভিন্ন অফিসে আয়কর বিভাগের অভিযানের খবর উঠে আসে। কংগ্রেস থেকে শুরু করে সমস্ত বিরোধিরা একজোট হয়ে আক্রমণ শানায় মোদি সরকারকে। এরপরই এই বিষয় নিয়ে মুখ খোলে বিজেপি। পদ্ম শিবির জানায়, কংগ্রেসের মনে রাখা উচিত ইন্দিরা গান্ধীও বিবিসিকে নিষিদ্ধ করেছিলেন।
বিজেপির পক্ষ থেকে গৌরব ভাটিয়া দাবি করেন যে, বিবিসির প্রচার আর কংগ্রেসের কর্মসূচী দুই সমান। এদিকে, দিল্লি ও মুম্বইতে বিবিসির দফতের আয়কর বিভাগের তল্লাশিকে ‘সমীক্ষা’ বলে বর্ণনা করা হয়। সেই তল্লাশি অভিযান নিয়ে মুখ খুলে সাংবাদিকদের সামনে বিজেপির নেতা গৌরব ভাটিয়া বলেন,বিবিসি হল’ভ্রষ্ট বাকওয়াস কর্পোরেশন’। তাঁর দাবি,’বিবিসি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত একটি সংস্থা’। ভাটিয়া বলেন,’আয়কর বিভাগকে এই কাজ করতে দেওয়া হোক।’
তিনি এদিন প্রশ্ন করেন, ‘যদি বিবিসি কোনও দোষই না করে থাকে, তাহলে কীসের ভয়?’ তিনি বলেন, বিবিসি ভারত বিরোধী প্রচার চালাচ্ছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, ‘ভারত এমন একটি দেশ যে দেশ সকল সংস্থাকে কাজ করার সুযোগ দেয়। যতক্ষণ না আপনি বিষ ছড়াচ্ছেন।’ এদিকে, বিবিসি দফতরে আয়করের ‘সমীক্ষা’ নিয়ে অভিযানের বিষয়ে ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস সহ সমস্ত বিরোধী পক্ষই।
কংগ্রেসের দিকে তোপ দেগে, গৌরব ভাটিয়া বলেন, ‘ওঁদের মনে রাখা উচিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিবিসিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।’ বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ প্রকাশ্যে আসার ২ মাসের মধ্যে দিল্লি ও মুম্বউতে বিবিসির দফতরে আয়কর অভিযানের ঘটনা ঘটল। এদিকে, ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স’-এর পক্ষ থেলে জানানো হয়েছে, ‘এটি সমীক্ষামাত্র, কোনও তল্লাশি অভিযান নয়।’ গতকাল মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ থেকে শুরু হয় এই অভিযান। একইসঙ্গে দিল্লি ও মুম্বইতে বিবিসির দফতরে এই অভিযান চলে। আগামীকাল সকাল পর্যন্ত এই অভওযান চলবে বলে জানা যাচ্ছে।