২০২১ কে পাখির চোখ করেছে বিজেপি, আসছে প্রচুর নতুন মুখ

বাংলা হান্ট ডেস্ক: ২০২১ এর বিধানসভা নির্বাচনে নিজেদেরকে এগিয়ে রাখতে তোড়জোড় শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। এই বিশাল তোড়জোড়ে রাজ্য সরকারের সাথে সাথে সামিল হয়েছে বিরোধী দলগুলিও, যাদের মধ্যে বিজেপি আবার অন্যতম। লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ভালো ফল করে বিজেপি। বাঁকুড়া জেলায় দু’টি আসন দখল করেছে গেরুয়া শিবির৷ যার জেরে রাজনীতিতে বিশাল উৎসাহ পেয়েছে জেলার বিজেপি কর্মী সমর্থকরা৷ যা দীর্ঘদিন বজায় রাখতে দলীয় নেতৃত্ব জেলা BJP-তে নতুন কয়েকজনকে আনার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে৷ পাশাপাশি, সংগঠন বিস্তারের কাজে নিজেদের সুবিধার্থে কয়েকটি মণ্ডলের এলাকারও পরিবর্তন করা হল৷

images 4 37

বাঁকুড়ায় বিজেপির মোট ২৬টি মণ্ডল ছিল, যা বর্তমান পরিস্থিতির নিরিখে ২৯টি করা হচ্ছে৷ এক্ষেত্রে, সংগঠন বিস্তারের সুবিধার্থে ইন্দপুর মণ্ডলকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে৷ শুধু তাই নয় বাঁকুড়া সদর মণ্ডলকে মোট তিনটি ভাগে ভাগ করা হচ্ছে৷ এমনকি ইতিমধ্যেই ২৭টি মণ্ডল নির্বাচিত করা হয়েছে৷ বিজেপি সূত্রে সর্বসমক্ষে জানানো হয়েছে যে কয়েকদিনের মধ্যে বাঁকুড়া সদরের কাজও সেরে ফেলা হবে৷

বাঁকুড়া জেলার এই ২৯টি মণ্ডলের মধ্যে 12টিতে ইতিমধ্যে আনা হয়েছে নতুন মুখ৷ কিন্তু এখানেও চমক রয়েছে এদের মধ্যে 6 জন রয়েছেন যারা একেবারেই যুবক৷ কম বয়সী ছেলেমেয়েদের কেউ রাজনীতিতে আনার প্রচেষ্টা চালিয়ে চলেছে বিজেপি। বিজেপি জেলা সভাপতি জানিয়েছেন যে এসব কিছুর পাশাপাশি, জঙ্গলমহলকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে৷ আজ থেকেই মণ্ডল সভাপতিদেরকেও নিজের নিজের এলাকায় সংগঠনের কাজে মনোযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর