‘রাজ্য সভাপতি হবেন বলে ৩ মাস পিছিয়ে গেল দিলীপের বিয়ে’, পাত্রী কে? সোশ্যাল মিডিয়ায় হৈচৈ

বাংলা হান্ট ডেস্কঃ মার্চেই চূড়ান্ত হচ্ছে বঙ্গ BJP-র নতুন সভাপতির (BJP State President) নাম? বঙ্গ বিজেপি পেতে চলেছে সুকান্তর উত্তরসূরিকে? এই নিয়ে যখন জোড়ালো হচ্ছে জল্পনা তখনই সামনে আরেক কাণ্ড। রাজ্য সভাপতি হবেন বলে নাকি ৩ মাস পিছিয়ে গিয়েছে দিলীপের বিয়ে! পাত্রী কে? বলা হয়েছে জনৈক দিলীপদার সঙ্গে নাকি শ্রীমতি মজুমদারের বিয়ে।

বিজেপির অন্দরেই শোরগোল-BJP

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট করেন অর্ঘ্য কুমার নামক এক ব্যক্তি। তার ফলোয়ার সংখ্যা মাত্র ২০। সোশ্যাল মিডিয়ায় তার দাবি, তিনি নাকি জানতে পেরেছেন যে ‘দিলীপদা’কে বিজেপি রাজ্য সভাপতি করা হতে পারে, তাই তার বিয়ে তিন মাস মত পিছিয়ে গিয়েছে। শুধু তাই নয়, পোস্টে শুভেন্দু, সুকান্ত, অমিত শাহদের ট্যাগও করেছেন অর্ঘ্য কুমার। এই নিয়েই হৈচৈ।

নিজের পোস্টে অর্ঘ্য কুমার লিখেছিলেন, ‘শুনলাম, দিলীপদার বিয়ে নাকি জনৈক শ্রীমতি মজুমদার দিদির সাথে তিন মাস পিছিয়ে গিয়েছে। কারণ দিলীপদা নাকি রাজ্য সভাপতি হচ্ছেন..! হামারে নেতা ক্যাসা হো..? দিলীপবাবু য্যাসা হো।’ এদিকে এই নিয়ে আবার চৰ্চা বাড়ালেন বর্ষীয়ান নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

অর্ঘ্য কুমারের সেই পোস্টের নিরিখে তথাগত রায় লেখেন, ‘কিন্তু দিলীপবাবু তো একজন সংঘ প্রচারক! এরা তো বিয়ে করেন না! এ কি সত্য?’ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির রাজ্যে বড়সড় ধাক্কা খেলেও বালুরঘাট থেকে ফের জিতে সাংসদ হয়েছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীও করা হয়েছে তাকে। তারপর থেকেই বঙ্গ বিজেপির (BJP) নতুন সভাপতির নাম কবে সামনে আবে সেই নিয়ে জোর চর্চা চলছে।

বঙ্গ বিজেপির (BJP) পরবর্তী সভাপতি কাকে করা হবে তা চূড়ান্ত করবেন মোদী-শাহরাই। গেরুয়া শিবিরের নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কারা থাকবেন তা নিয়ে নানা নাম উঠে আসছে। জল্পনা চলছে বেশ কয়েকজন ‘হেভিওয়েটে’র নাম নিয়ে। কিছুদিন আগে সুকান্ত মজুমদারকে পার্টটাইম সভাপতি বলে কটাক্ষ করেছিলে তথাগত।

Untitled design 2022 09 05T130746.117

আরও পড়ুন: ১০০০, ১২০০ নয়, মাসে মাসে ২৫০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা, ধামাকাদার প্রকল্প আনল সরকার

তবে সুকান্তকে কটাক্ষ করলেও শুভেন্দু অধিকারীর প্রশংসা করে একাধিক পোস্ট করে নিজের ‘পছন্দ’টা শীর্ষ নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছেন তথাগত। এদিকে বঙ্গ বিজেপির দুই প্রাক্তন রাজ‌্য সভাপতি তথাগত রায় ও দিলীপ ঘোষের দ্বন্দ্ব কারও অজানা নয়। এই আবহে তথাগতর পোস্ট নিয়ে শোরগোল বিজেপির অন্দরে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর